চ চক্রান্ত চক্রান্ত [ cakrānta ] বি. ষড়যন্ত্র, কারও অনিষ্ট করার জন্য গুপ্ত ফন্দি। [সং. চক্র + অন্ত]। চক্রান্তকারী (-রিন্) বিণ. বি. ষড়যন্ত্রকারী।
চ চক্রাকার চক্রাকার [ cakrākāra ] বিণ. চাকার মতো আকৃতিবিশিষ্ট, গোল (চক্রাকার ক্ষেত্র, চক্রাকার মাঠ)। [সং. চক্র + আকার]।
চ চক্রবত্ চক্রবত্ [ cakra-bat ] বিণ. ক্রি-বিণ. চক্রের মতো (চক্রবত্ বিশ্বজগত্, চক্রবত্ ঘুরছে)। [সং. চক্র + বত্]।
চ চকোলেট চকোলেট [ cakōlēṭa ] বি. কোকো চিনি প্রভৃতি দিয়ে তৈরি এবং চুষে খেতে হয় এমন লজেন্সজাতীয় মিঠাইবিশেষ। [ইং. chocolate]।
চ চওড়া চওড়া [ cōḍā ] বিণ. 1 প্রশস্ত, বিস্তৃত (চওড়া বুক); 2 প্রস্হবিশিষ্ট (পাঁচ হাত চওড়া থান)। ☐ বি. বিস্তার, প্রস্হ (চওড়ায় তিন হাত, চওড়ার দিক)। [সং. চর্পট (প্রসারিত, বিপুল)। চওড়াই বি. প্রস্হের পরিমাণ।