চক্কর

চক্কর [ cakkara ] বি.
১. চাকা, চক্র;
২. আবর্ত;
৩. চতুর্দিকে ঘুরবার চক্রাকার পথ (ঘোড়দৌড়ের চক্কর);
৪. দেহে, বিশেষত সাপের দেহে বা মাথায়, চক্রাকার চিহ্ন (কুলোপানা চক্কর);
৫. ঘুরপাক, ভ্রমণ (মাঠে একটা চক্কর দিয়ে আসি);
৬. ঘূর্ণন (মাথাটা চক্কর দিয়ে উঠল);
৭. কয়েকটি গ্রামের সমষ্টি।

[সং. চক্র]।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।