হাতভারী

হাতভারী বিণ. কৃপণস্বভাব, সহজে টাকা বার করতে বা দিতে নারাজ।

হাতযশ

হাতযশ বি. (প্রধানত চিকিত্সকের) দক্ষ বা পারদর্শী বলে খ্যাতি।

হাতসই

হাতসই বিণ. হস্তপ্রমাণ, এক হাত মাপবিশিষ্ট। ☐ বি. হাতের ভালো টিপ বা নিশানা, হাতের টিপ।

হাতসাফাই

হাতসাফাই বি. হস্তলাঘব; হাতের পটুতা; হাত দিয়ে চুরির কাজে ক্ষমতা।

হাতসুতা

হাতসুতা, (কথ্য) হাতসুতো বি. মাছ ধরার কাজে ছিপের বদলে ব্যবহৃত কৃত বা আয়ত্ত (হাতে-কলমে শিক্ষা), practical. ☐ ক্রি-বিণ. (হাতে-কলমে শেখা)।

হাতে খড়ি

হাতে খড়ি বি. ১ খড়ি দিয়ে লিখিয়ে শিশুর বিদ্যারম্ভ; ২ (আল.) শিক্ষারম্ভ বা কর্মারম্ভ।

হাত বাড়ানো

হাত বাড়ানো ক্রি. বি. ১ কিছু ধরবার জন্য হাত প্রসারিত করা; ২ (আল.) লোভ করা; পাবার চেষ্টা করা।