হরকরা

হরকরা [ hara-karā ] বি. সংবাদ চিঠি প্রভৃতির বাহক, ডাক-পিয়ন। [ফা.]।

হরকত

হরকত [ hara-kata ] বি. বাধা, প্রতিবন্ধক। [আ. হর্কত্]।

হয়রানি

হয়রানি বি. ব্যর্থ পরিশ্রম, ব্যর্থ ঘোরাঘুরি।

হরিয়াল

হরিয়াল [ hari-ẏāla ] বি. ঘুঘুজাতীয় হলদে বা সবুজ রঙের পাখিবিশেষ। [সং. হরিতাল]।

হরিতালী

হরিতালিকা, হরিতালী [ hari-tālikā, hari-tālī ] বি. ১ ছায়াপথ; ২ ভাদ্র মাসের শুক্লা চতুর্থী বা নষ্টচন্দ্রের তিথি। [সং. হরিতাল + ক + আ, ঈ]।

হরিতালিকা

হরিতালিকা, হরিতালী [ hari-tālikā, hari-tālī ] বি. ১ ছায়াপথ; ২ ভাদ্র মাসের শুক্লা চতুর্থী বা নষ্টচন্দ্রের তিথি। [সং. হরিতাল + ক + আ, ঈ]।

হরিতাল

হরিতাল [ hari-tāla ] বি. ১ পারদযুক্ত পীতবর্ণ বিষাক্ত ধাতব পদার্থবিশেষ; ২ পীতবর্ণ পাখিবিশেষ, হরিয়াল। [সং. হরি + তাল]।

হরিণবাড়ি

হরিণবাড়ি [ hariṇa-bāḍ়i ] বি. প্রাচীন কলকাতার প্রসিদ্ধ জেলখানা; জেলখানা।

হরি ঘোষের গোয়াল

হরি ঘোষের গোয়াল [ hari ghōṣēra gōẏāla ] (নদিয়ার হরি ঘোষ নামক জনৈক গোপের দান-করা গোশালায় প্রতিষ্ঠিত রঘুনাথ শিরোমণির চতুষ্পাঠীতে সমবেত বহুসংখ্যক ছাত্রের কোলাহল থেকে, মতান্তরে কলকাতার দানবীর হরি ঘোষের অতিথিশালার বহুসংখ্যক নিষ্কর্মা অতিথির কোলাহল থেকে) (আল.) অলস ও নিষ্কর্মা লোকজনের কোলাহলপূর্ণ আড্ডা।

হরেক

হরেক [ harēka ] বিণ. ১ নানাপ্রকার, বিবিধ (হরেক খাবার); ২ এক এক; বিভিন্ন (হরেক জনের হরেক কথা)। [ফা. হর্ + বাং. এক]।