হাতকড়া

হাতকড়া, হাতকড়ি বি. কয়েদির দুই হাত বাঁধার জন্য লোহার বালা, handcuff (s).

হাত করা

হাত করা ক্রি. বি. অধিকারে বা স্বপক্ষে আনা।

হাতকরাত

হাতকরাত বি. যে করাত একজনে হাত দিয়ে চালাতে পারে।

হাত কাটা

হাত কাটা বিণ. ১ হাত কাটা গিয়েছে এমন, ছিন্নহস্ত (হাতকাটা লোক); ২ বগল থেকে কনুই পর্যন্ত হাতওয়ালা অথবা হাতাশূন্য (হাতকাটা জামা)।

হাত চলা

হাত চলা ক্রি. বি. হাত দিয়ে প্রহার করা।

হাতখরচা

হাতখরচ, হাতখরচা বি. ব্যক্তিগত খুচরো ব্যয়।

হাতখরচ

হাতখরচ, হাতখরচা বি. ব্যক্তিগত খুচরো ব্যয়।

হাতখালি

হাতখালি বিণ. ১ রিক্তহস্ত; ২ হাতের সমস্ত টাকা খরচ করে ফেলেছে এমন; ৩ নিরাভরণ হাতবিশিষ্ট।