ষড়ৈশ্বর্য

ষড়ৈশ্বর্য [ ṣaḍ়aiśbarya ] বি. ভগবানের ঐশ্বর্যাদি ছয়প্রকার মহিমা। [সং. ষট্ + ঐশ্বর্য]।

ষষ্ঠ

ষষ্ঠ [ ṣaṣṭha ] বিণ. ছয়ের পূরক, ছয় সংখ্যক (ষষ্ঠ অধ্যায়)। [সং. ষষ্ + থ]।

ষষ্ঠি

ষষ্ঠি [ ṣaṣṭhi ] বি. বিণ. ষাট সংখ্যা বা সংখ্যক, ৬। [সং. ষষ্ + তি]। ষষ্ঠিতম বিণ. ষাটের পূরক।

ষণ্ডামার্কা

ষণ্ডামার্কা [ ṣaṇḍā-mārkā ] বিণ. বলিষ্ঠ ও একগুঁয়ে প্রকৃতির; বলিষ্ঠ। [সং. ষণ্ড + বাং. আ + ইং. mark + বাং. আ]। তু. ষণ্ডামর্ক।

ষণ্ডা

ষণ্ডা [ ṣaṇḍā ] বিণ. ১. ষাঁড়ের মতো গোঁয়ার ও বলবান; ২. বলিষ্ঠ। [সং. ষণ্ড + বাং. আ]।

ষত্ববিধান

ষত্ব, ষত্ব-বিধান [ ṣatba, ṣatba-bidhāna ] বি. (ব্যাক.) ‘ষ’-এর ব্যবহারবিধি। [সং. ষ + ত্ব, + বিধান]।

ষত্ব

ষত্ব, ষত্ব-বিধান [ ṣatba, ṣatba-bidhāna ] বি. (ব্যাক.) ‘ষ’-এর ব্যবহারবিধি। [সং. ষ + ত্ব, + বিধান]।

ষাণ্মাসিক

ষাণ্মাসিক [ ṣāṇmāsika ] বিণ. ১. ছয়মাস অন্তর ঘটে বা প্রকাশিত হয় এমন (ষাণ্মাসিক পরীক্ষা, ষাণ্মাসিক পত্রিকা); ২. ছয় মাসে করণীয়। [সং. ষণ্মাস + ইক]।

ষণ্মাস

ষণ্মাস [ śaṇmāsa ] বি. ছয় মাস। [সং. ষট্ + মাস]। বিণ. ষাণ্মাসিক।