ষড়

ষড় [ ṣaḍ় ] বি. চক্রান্ত, (কারও বিরুদ্ধে) গুপ্ত পরামর্শ (ষ়ড় করা)। [ফা. শলাহ্]।

ষড়ানন

ষড়ানন [ ṣaḍ়ānana ] বি. কার্তিকেয়। [সং. ষট্ + আনন]।

ষড়শীতিতম

ষড়শীতিতম বিণ. ছিয়াশি সংখ্যার পূরক বা স্হানীয়।

ষড়শীতি

ষড়শীতি [ ṣaḍ়śīti ] বিণ. বি. ৮৬ সংখ্যা তার পূরক। [সং. ষট্ + অশীতি]। ষড়শীতিতম বিণ. ছিয়াশি সংখ্যার পূরক বা স্হানীয়।

ষড়রিপু

ষড়রিপু, ষড়্-রিপু [ ṣaḍ়-ripu, ṣaḍ়-ripu ] বি. কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাত্সর্য-শরীরস্হ এই ছয় শত্রু। [সং. ষট্ + রিপু]। ষড়বর্গ বি. ষড়রিপু -র অনুরূপ।

ষণ্ণবতিতম

ষণ্ণবতিতম বিণ. ছিয়ানব্বই সংখ্যক বা স্হানীয়।

ষণ্ণবতি

ষণ্ণবতি [ ṣaṇṇabati ] বি. বিণ. ছিয়ানব্বই সংখ্যা বা সংখ্যক, ৯৬। [সং. ষট্ + নবতি]। ষণ্ণবতিতম বিণ. ছিয়ানব্বই সংখ্যক বা স্হানীয়। স্ত্রী. ষণ্ণবতিতমী।

ষণ্ডামর্ক

ষণ্ডামর্ক [ ṣaṇḍāmarka ] বি. ষণ্ড ও অমর্ক নামে শুক্রাচার্যের দুই বলিষ্ঠ ও একগুঁয়ে পুত্র; (গৌণার্থে) বলিষ্ঠ ও উগ্রপ্রকৃতি। [সং. ষণ্ড + অমর্ক]।

ষণ্ড

ষণ্ড [ ṣaṇḍa ] বি. ১. ষাঁড়, বৃষ; ২. নপুংসক। [সং. √ সন্ + ড]।