ষ [ ṣ ] বাংলা ভাষার একত্রিংশ ব্যঞ্জনবর্ণ।

ষড়গুণ

ষড়গুণ [ ṣaḍ়-guṇa ] বি. রাজার আচরণীয় ছয় গুণ যথা, সন্ধি বিগ্রহ আসন যান দ্বৈধ ও আশ্রয়। [সং. ষট্ + গুণ]।

ষড়ঋতু

ষড়ঋতু [ ṣaḍ়-ṛtu ] বি. গ্রীষ্ম বর্ষাদি ছয় ঋতু। [সং. ষট্ + ঋতু]।

ষড়

ষড় [ ṣaḍ় ] বি. চক্রান্ত, (কারও বিরুদ্ধে) গুপ্ত পরামর্শ (ষ়ড় করা)। [ফা. শলাহ্]।

ষড়রস

ষড়রস [ ṣaḍ়-rasa ] বি. লবণ কষায় কটু তিক্ত অম্ল ও মধুর -এই ছয় প্রকার রস বা স্বাদ। [সং. ষট্ + রস]।

ষড়যন্ত্র

ষড়যন্ত্র [ ṣaḍ়-yantra ] বি. কারও বিরুদ্ধাচরণের জন্য গুপ্ত মন্ত্রণা, সংঘবদ্ধ চক্রান্ত। [সং. ষট্ + যন্ত্র]।

ষড়ভিজ্ঞ

ষড়ভিজ্ঞ [ ṣaḍ়bhijña ] বি. বুদ্ধদেব। [সং. ষট্ + অভিজ্ঞ]।

ষড়্বিধ

ষড়্বিধ [ ṣaḍ়bidha ] বিণ. ছয়প্রকার। [সং. ষট্ + বিধা]।

ষড়দর্শন

ষড়দর্শন [ ṣaḍ়-darśana ] বি. সাংখ্য পাতঞ্জল পূর্বমীমাংস উত্তরমীমাংসা বা বেদান্ত ন্যায় ও বৈশেষিক-এই ছয়টি দর্শনশাস্ত্র। [সং. ষট্ + দর্শন]।

ষড়জ

ষড়জ, ষড়্জ [ ṣaḍ়ja, ṣaḍ়ja ] বি. (সংগীতে) স্বরগ্রামের প্রথম স্বর, ‘সা’। [সং. ষট্ + √ জন্ + অ]।