ষটক

ষটক বি. সনেটজাতীয় কবিতার ছয়টি চরণের সমষ্টি, sestet.

ষটচক্র

ষটচক্র বি. মূলাধার স্বাধিষ্ঠান মণিপূরক অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা – যোগশাস্ত্রোক্ত দেহমধ্যস্হ এই ছয় চক্র।

ষটচত্বারিংশত্তম

ষটচত্বারিংশ, ষটচত্বারিংশত্তম বিণ. ছেচল্লিশ সংখ্যার পূরক ৪৬ স্হানীয়। স্ত্রী. ষটচত্বারিংশত্তমী।

ষটচত্বারিংশ

ষটচত্বারিংশ, ষটচত্বারিংশত্তম বিণ. ছেচল্লিশ সংখ্যার পূরক ৪৬ স্হানীয়। স্ত্রী. ষটচত্বারিংশত্তমী।

ষটত্রিংশত

ষটত্রিংশ, ষটত্রিংশত্তমী, ষটত্রিংশত্ বি. বিণ. ৩৬ সংখ্যা বা তার পূরক।

ষটত্রিংশত্তমী

ষটত্রিংশ, ষটত্রিংশত্তমী, ষটত্রিংশত্ বি. বিণ. ৩৬ সংখ্যা বা তার পূরক।

ষটকর্ম

ষটকর্ম বি. ১. যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ ব্রাহ্মণের করণীয় এই ছয় কর্ম; ২. মারণ উচ্চাটন প্রভৃতি ছয়টি তান্ত্রিক প্রক্রিয়া।

ষটকর্মা

ষটকর্মা (-র্মন্) বি. ষটকর্মকারী ব্রাহ্মণ। ☐ বিণ. ষটকর্মকারী।