রোক
রোক1 [ rōka1 ] বি. 1 দিক 2 সম্মুখভাগ (রোকের জমি)। [ফা. রূখ]। রোক2 [ rōka2 ] বি. 1 ক্রয়, নগদ-ক্রয়; 2 (বাং.) নগদ টাকা (রোক দেওয়া)। ☐ বিণ. (বাং.) নগদ (রোক টাকা)। [সং. √ রুচ্ + অ]। রোকড় বি. 1 নগদ টাকাকড়ির হিসাব; 2হিসাবের পাকা খাতা (রোকড়ে তোলা, রোকড়ে ওঠা); 3 নগদ টাকা (রোকড় বিক্রি); 4 সোনারুপোর গহনাপত্র (রোকড়ের দোকান)। রোকশোধ বি. নগদ টাকায় পাওনা পরিশোধ।