রেখে ঢেকে

রেখে ঢেকে ক্রি-বিণ. সব কিছু প্রকাশ না করে, কিছুটা গোপন বা অপ্রকাশিত রেখে (ওদের সঙ্গে একটু রেখে ঢেকে কথা বোলো)। বাং. রাখিয়া + ঢাকিয়া।

রোগজীর্ণ

রোগজীর্ণ বিণ. ব্যাধিগ্রস্ত হওয়ার ফলে শীর্ণ বা দুর্বল (রোগজীর্ণ শরীর)।

রোগগ্রস্ত

রোগগ্রস্ত বিণ. রোগ হয়েছে এমন, রোগে আক্রান্ত।

রূঢ়তা

রূঢ়তা বি. (বাং.) কর্কশতা, কঠোরতা (দুঃখদৈন্যের রূঢ়তা); রুক্ষতা।

রেখাপাত

রেখাপাত বি. দাগ পড়া মনে কোনো স্হায়ী ভাবের সৃষ্টি।

রেখাচিত্র

রেখাচিত্র বি. ছবির মুসাবিদা কোনো বিষয়ের মোটামুটি চিত্র, rough sketch.