রোকড়

রোকড় বি. 1 নগদ টাকাকড়ির হিসাব; 2হিসাবের পাকা খাতা (রোকড়ে তোলা, রোকড়ে ওঠা); 3 নগদ টাকা (রোকড় বিক্রি); 4 সোনারুপোর গহনাপত্র (রোকড়ের দোকান)।

রোক

রোক1 [ rōka1 ] বি. 1 দিক 2 সম্মুখভাগ (রোকের জমি)। [ফা. রূখ]। রোক2 [ rōka2 ] বি. 1 ক্রয়, নগদ-ক্রয়; 2 (বাং.) নগদ টাকা (রোক দেওয়া)। ☐ বিণ. (বাং.) নগদ (রোক টাকা)। [সং. √ রুচ্ + অ]। রোকড় বি. 1 নগদ টাকাকড়ির হিসাব; 2হিসাবের পাকা খাতা (রোকড়ে তোলা, রোকড়ে ওঠা); 3 নগদ টাকা (রোকড় বিক্রি); 4 সোনারুপোর গহনাপত্র (রোকড়ের দোকান)। রোকশোধ বি. নগদ টাকায় পাওনা পরিশোধ।

রেড়ির তেল

রেড়ির তেল — ভেরেণ্ডা-বীজ থেকে প্রস্তুত তেলবিশেষ, castor oil.

রেড়ি

রেড়ি [ rēḍ়i ] বি. এরণ্ড ফল, ভেরেণ্ডা। [সং. এরণ্ডা়]। রেড়ির তেল — ভেরেণ্ডা-বীজ থেকে প্রস্তুত তেলবিশেষ, castor oil.

রেখে ঢেকে

রেখে ঢেকে ক্রি-বিণ. সব কিছু প্রকাশ না করে, কিছুটা গোপন বা অপ্রকাশিত রেখে (ওদের সঙ্গে একটু রেখে ঢেকে কথা বোলো)। বাং. রাখিয়া + ঢাকিয়া।

রেখাপাত

রেখাপাত বি. দাগ পড়া মনে কোনো স্হায়ী ভাবের সৃষ্টি।

রেখাচিত্র

রেখাচিত্র বি. ছবির মুসাবিদা কোনো বিষয়ের মোটামুটি চিত্র, rough sketch.

রেখাঙ্কন

রেখাঙ্কন বি. 1 রেখা বা কষি টানা, লাইন টানা 2 চিত্রাঙ্কন।