ম মকরন্দ মকরন্দ [ makaranda ] বি. পুষ্পমধু (‘ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ’: বি. গু.) [সং. মকর + √ দা + অ, ম্ আগম।
ম মকশো মকশো [ makaśō ] বি. ১. অভ্যাস; ২. হস্তলিপি অঙ্কিত চিত্র ইত্যাদির উপর দাগা বুলিয়ে বা ক্রমাগত সেই আদর্শ অনুকরণ করে রপ্ত করার চেষ্টা। [আ. মস্ক]।
ম মকম্মল মকম্মল [ makammala ] বিণ. সম্পূর্ণ, নিষ্পন্ন (কাজ মকম্মল হওয়া, মামলা মকম্মল হওয়া, ডিক্রি মকম্মল হওয়া)। [আ.]।