ম মনসা মনসা [ manasā ] বি. ১. নাগমাতা, সর্পমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী, বিষহরী; ২. (বাং) সিজগাছ। [সং. মনস্ + আ]। মনসামঙ্গল বি. মনসাদেবীর মাহাত্ম্য ও কাহিনিবিষয়ক কাব্য।
ম মনোগ্রাহী মনোগ্রাহী [ manō-grāhī ] (-হিন্). বিণ. মনকে আকৃষ্ট করে এমন, চিত্তাকর্ষক। [সং. মনস্ + গ্রাহিন্]।
ম মনুমেন্ট মনুমেন্ট [ manu-mēnṭa ] বি. কোনো ব্যাক্তি বা ঘটনার স্মৃতিতে নির্মিত সৌধ বা মিনার। [ইং. monument]।
ম মনিহারি মনিহারি [ mani-hāri ] বিণ. ১. খেলনা, শৌখিন দ্রব্যাদি ও লেখাপড়ার উপকরণাদি-সংক্রান্ত; ২. যেখানে উক্ত দ্রব্যাদি বিক্রয় হয় (মনিহারি দোকান)। [আ. মনহিয়ার + বাং. ই]
ম মনস্হির মনস্হির [ manashira ] বি. (বাং) সংকল্প, সিদ্ধান্ত (এখনও ওই বিষয়ে মনস্হির করে উঠে পারিনি) [বাং. মন১ (< সং. মনস্ + স্হির)]।
ম মনস্তুষ্টি মনস্তুষ্টি [ mana-stuṣṭi ] বি. মনের সন্তোষ, সাধ মেটা (এত অল্প তার মনস্তুষ্টি হবে না)। [সং. মনস্ + তুষ্টি]।