মাপ
মাপ১ , মাফ — বি. মার্জনা করা, ক্ষমা (মাপ করা, মাপ চাওয়া); রেহাই, অব্যাহতি, ছাড় (টাকার সুদ মাপ করা)। [ আ. মুআফ্ ] মাপ২ [ māpha ] বি. 1 পরিমাণ (দুধের মাপটা দেখে নিয়ো); 2 পরিমাপ (জামার মাপ নেওয়া)। [সং. √ মাপি]। মাপকাঠি বি. 1 লম্বা কাঠি দিয়ে দৈর্ঘ্য মাপা হয়; 2 (আল.) মানদণ্ড (সেকালের মাপকাঠিতে তাঁর গুণের বিচার হবে না)। মাপজোখ, মাপজোক বি. 1 পরিমাণ; 2 (জমি ইত্যাদির) সীমা বা পরিমাণ নির্ণয়, পরিমাপ। মাপসই বিণ. মাপ-অনুযায়ী।