ভাণ

ভাণ১ [ bhāṇa ] ভান-এর অশুদ্ধ রূপ। ভাণ২ [ bhāṇa ] বি. সংস্কৃত রূপপক-নাটকবিশেষ। [সং. √ ভণ্ + অ(ধি)]।

ভাল

ভাল১ [ bhāla ] বি. কপাল, ললাট (‘শভ্রভালে সিন্দূরবিন্দু’: রবীন্দ্র)। [সং. ভা + √ লা + আ]। ভাল২, ভালো [bhāla, bhālō] বিণ. 1 উত্তম (ভালো জিনিস); 2 শুভ, হিতকর (ভালো উপদেশ); 3 নীরোগ, সুস্হ (ভালো শরীর); 4 সত্ (ভালো লোক); 5 নিরীহ (ভালো মানুষ); 6সুন্দর, মানানসই (ভালো দেখায় না, ভালো শুনায় না); 7 দক্ষ, পটু (ভালো মিস্ত্রি)। ☐ বি. শুভ, মঙ্গল, উপকার (পরের ভালো, দেশের ভালো, তোমার ভালো হোক)। ☐ অব্য. আচ্ছা, বেশ (ভালো, তাই হোক)। [প্রাকৃ. ভল্লঅ]। ভাল আপদ, ভাল জ্বালা, ভালো আপদ, ভালো জ্বালা বিরক্তি কষ্ট প্রভৃতি সূচক উক্তি বিশেষ (ভালো আপদ, আমি আবার ওকথা কখন বললাম?)। ভাল কথা, ভালো কথা বি....

ভিটে

ভিটে — ভিটা-র কথ্য রূপ।

ভিটা

ভিটা, ভিটে [ bhiṭē ] বি. (প্রধানত বংশানুক্রমিক) বাস্তুভূমি; ঘরের ভিট, পোতা। [সং. ভিত্তি–তু. তামি. বিটি। ভিটামাটি চাটি করা — বাসগৃহ সম্পূর্ণ ধ্বংস করা। ভিটায় ঘুঘু চড়ান, ভিটায় সরিষা বোনা — সর্বস্বান্ত করা, উৎসন্ন করা।

ভাঙ

ভাঙ, ভাং, ভাঙ্গ [ bhāṅa ]বি. সিদ্ধিগাছ; সিদ্ধিগাছের পাতাদ্বারা প্রস্তুত মাদকবিশেষ। [সং. ভঙ্গা]

ভুসোমাল

ভুসিমাল, ভুসোমাল বি. বাজে বা সারহীন বস্তু।

ভাটিখানা

ভাটিখানা বি. যেখানে দেশি মদ চোয়ানো বা চোলাই করা হয়।