বিংশ শতক

বিংশ শতক, বিংশ শতাব্দ বি. 19০1 থেকে 2০০০ সাল পর্যন্ত (অন্য মত অনুসারে 21০০ পর্যন্ত) এক শত বত্সরকাল।

বিংশতি

  বিংশতি বি. বিণ. কুড়ি সংখ্যা বা তার পূরক।  

বড়ো

বড়ো১ [ baḍ়ō ] বড়-র বানানভেদ। বড়ো২ [ baḍ়ō ] বি. ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উপজাতিবিশেষ।

বাকসিদ্ধা

বাকসিদ্ধা  – বি।ণ. স্ত্রী. বাকসিদ্ধ। বাকসিদ্ধ বিণ. যাহা বলে তাহাই সত্য হয় এমন।

বন্দা

বন্দা১ [ bandā ] বান্দা-র রূপভেদ। বন্দা২ [ bandā ] ক্রি. (কাব্যে) বন্দনা করা (‘বন্দিল সবে, জয় মা জননি’: দ্বি. রা.)। [সং.√ বন্দ্ + বাং. আ]।