ব বনানী বনানী [ banānī ] বি. মহাবন, বিশাল বা সুবিস্তৃত অরণ্য। [সং. অরণ্যানীর অনুকরণে বন শব্দ থেকে গঠিত বাং. শব্দ]।
ব বনা বনা [ banā ] ক্রি. ১. পটা, মনের বা মতের মিল হওয়া (তার সঙ্গে বনল না); ২. সদৃশ হওয়া, পরিণত হওয়া (বোকা বনা, ফকির বনে গেছে, ‘হিংসায় যদি হাত রাঙা করে সকলেই বনে জল্লাদ’: অ. রা.); ৩. বনানো। [বাং. √ বন্ + আ-তু. হি. বন্না]।
ব বনসাই বনসাই [ banasāi ] বি. ঘর সাজানোর জন্য পূর্ণবয়স্ক গাছের আকারকে কৃত্রিম উপায়ে ছোটো করার জাপানি পদ্ধতিবিশেষ। [জাপ. ইং. bonsai]।
ব বধির বধির [ badhira ] বিণ. শ্রবণশক্তিহীন, কানে শুনতে পায় না এমন, কালা। [সং. √ বন্ধ্ + ইর]। বি. বধিরতা, বধিরত্ব।
ব বদ্বীপ বদ্বীপ [ badbīpa ] বি. সমুদ্রের নিকটবর্তী নদীর পলি দিয়ে সৃষ্ট ‘ব’ এই আকারের জলবেষ্টিত ত্রিকোণ ভূভাগ, delta. [বাং. ব (সদৃশ ত্রিকোণ) + সং. দ্বীপ]।