ব বসন্তী বসন্তী [ basantī ] বি. ১. কোকিল; ২. ফিকে হলুদ রং (‘বসন্তীরঙ বসনখানি নেশার মতো বক্ষে ধরে’: রবীন্দ্র)। [সং. বসন্ত + ঈ]।
ব বসতি বসতি [ basati ] বি. ১. নিবাস, বাস (সেখানে বহু গরিব লোকের বসতি, তোমার বসতি কোথায়?); ২. লোকালয় (কাছাকাছি কোনো বসতি নেই)। [সং. √ বস্ + অতি]।
ব বল্লালি বল্লালি [ ballāli ] বিণ. ১. বঙ্গেশ্বর বল্লাল সেন কর্তৃক প্রবর্তিত বা কৃত; ২. বল্লাল-সম্বন্ধীয় (বল্লালি যুগ)। ☐ বি. বল্লাল সেন-প্রবর্তিত কৌলীন্য প্রথা। [বল্লাল + বাং. ই]।
ব বল্লকী বল্লকী [ ballakī ] বি. ১. বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ; ২. শল্লকী বা বাবলা গাছ। [সং. √ বল্ল্ + অক + ঈ]।
ব বলিহারি বলিহারি [ bali-hāri ] বিণ. চমত্কার (বলিহারি বুদ্ধি)। ☐ ক্রি-বিণ. হতবাক হয়ে, চমত্কৃত হয়ে (বলিহারি যাই)। ☐ অব্য. বাহবা, শাবাশ। [বাং. বলি (=বলতে) + হারি]।
ব বলিষ্ঠ বলিষ্ঠ [ baliṣṭha ] বিণ. ১. অত্যন্ত বলবান বা শক্তিশালী (বলিষ্ঠ দেহ); ২. অতি দৃঢ় (বলিষ্ঠ চরিত্র)। [সং. বলবত্ + ইষ্ঠ]।