ব বাংলো বাংলো [ bāṃlō ] বি. (সচ. চারচালা ও একতলা) বাসভবনবিশেষ; খোলা জায়গাসমন্বিত চওড়া বারান্দাযুক্ত একতলা সরকারি বা বেসরকারি বাড়িবিশেষ। [হি. বাংলা ইং. bungalow দ্বারা + প্রভাবিত]।
ব বাউণ্ডুলে বাউণ্ডুলে [ bāuṇḍulē ] বিণ. ১. ছন্নছাড়া; ২. অকর্মণ্য; ৩. ভবঘুরে (বাউণ্ডুলে হয়ে ঘুরে বেড়াচ্ছে)। [দেশি]।
ব বাউণ্ডারি বাউণ্ডারি [ bāuṇḍāri ] বি. ১. সীমানা; ২. ক্রিকেট খেলায় বলকে সীমানার বাইরে পাঠানো। [ইং. boundary]।