বাঁটকুল

বাঁটকুল [ bān̐ṭa-kula ] বি. বিণ. বেঁটে, খর্বকায়; বেঁটে লোক, খর্বকায় ব্যক্তি। [দেশি]।

বাঁওড়

বাঁওড় [ bām̐ōḍ় ] বি. নদীর যে বাঁকে স্রোত বদ্ধ বা অবরুদ্ধ হয়েছে। [দেশি-তু.বাং. বাঁকমোড়]।

বাংলো

বাংলো [ bāṃlō ] বি. (সচ. চারচালা ও একতলা) বাসভবনবিশেষ; খোলা জায়গাসমন্বিত চওড়া বারান্দাযুক্ত একতলা সরকারি বা বেসরকারি বাড়িবিশেষ। [হি. বাংলা ইং. bungalow দ্বারা + প্রভাবিত]।

বাউণ্ডুলে

বাউণ্ডুলে [ bāuṇḍulē ] বিণ. ১. ছন্নছাড়া; ২. অকর্মণ্য; ৩. ভবঘুরে (বাউণ্ডুলে হয়ে ঘুরে বেড়াচ্ছে)। [দেশি]।

বাউণ্ডারি

বাউণ্ডারি [ bāuṇḍāri ] বি. ১. সীমানা; ২. ক্রিকেট খেলায় বলকে সীমানার বাইরে পাঠানো। [ইং. boundary]।

বাউটি

বাউটি [ bāuṭi ] বি. মণিবন্ধে পরিধেয় বালাজাতীয় অলংকারবিশেষ। [সং. বাহু + প্রাকৃ. টী]।

বাইল

বাইল [ bāila ] বি. ১. তাল নারকেল প্রভৃতি গাছের বৃন্তযুক্ত পাতা; ২. কপাটের পাল্লা। [দেশি]।

বাইবেল

বাইবেল [ bāi-bēla ] বি. খ্রিস্টানদের প্রধান ধর্মগ্রন্হ। [ইং. Bible]।

বাইতি

বাইতি [ bāiti ] বি. বাদ্যকর, হিন্দু জাতিবিশেষ। [সং. বাদিত্রিন্]।