বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া
বুদ্ধির গোড়ায় ধোঁয়া দেওয়া ক্রি. বি. ধূমপান করে বুদ্ধিকে সজাগ করা বা চিন্তাশক্তিকে প্রগাঢ় করা।
বাঁশের চেয়ে কঞ্চি দড়
বাঁশের চেয়ে কঞ্চি দড় (ব্যঙ্গে) যে কৃশ বা রোগা তারই আস্ফালন বেশি। আসল লোকের চেয়ে তার অনুচরের কিংবা পিতার চেয়ে পুত্রের দৃঢ়তা বেশি।