বংশী

বংশী [ baṃśī ] বি. বাঁশি (বংশীধ্বনি)। [সং. বংশ + ঈ]। বংশীধর, বংশীধারী (-রিন্), বংশীবদন বি. শ্রীকৃষ্ণ। বংশীবট বি. বৃন্দাবনে যে বটবৃক্ষের মূলে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন।

বংশলোচন

বংশলোচন বি. বাঁশের মধ্যে উত্পন্ন কর্পূরের মতো সাদা দ্রব্যবিশেষ, বংশরোচনা।

বংশগত

বংশগত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ।

বংশগতি

বংশগতি বি. বংশানুক্রমে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)।

বংশধর

বংশধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান।

বংশলোপ

বংশনাশ, বংশক্ষয়, বংশধ্বংস, বংশলোপ বি. বংশের অবলুপ্তি।