বকাণ্ডপ্রত্যাশা
বকাণ্ড-প্রত্যাশা [ bakāṇḍa-pratyāśā ] বি. বক কর্তৃক বৃষের অণ্ড পাবার আশার মতো বৃথা আশা; দুর্লভ বস্তু লাভের আশা। [সং. √ বক + অণ়্ড + প্রত্যাশা]।
বকা
বকা1 [ bakā1 ] ক্রি. বি. 1 বাচালতা প্রকাশ করা, বকবক করা (ছেলেটি ব়ড্ড বকে); 2 (অনর্থক বা অধিক) কথা বলা (বেশি বকছ কেন, আমি সব জানি); 3 তিরস্কার করা, ধমকানো (দাদা বকবে)। [সং. √ বচ্ + বাং. আ]। বকানো ক্রি. বি. বাজে কথা বলানো; অনর্থক বা বেশি কথা বলানো। বকাঝকা বি. বকুনি, তিরস্কার। বকাবকি বি. 1 তিরস্কার, বকুনি; 2বিতর্ক; 3 কলহ। বকা2, বকাটে, বকামি [ bakā2, bakāṭē, bakāmi ] যথাক্রমে বখা, বখাটে ও বখামি -র রূপভেদ।