বক্ররেখা

বক্ররেখা বি. বাঁকা রেখা, যে রেখা সরল বা সোজা নয়।

বক্র

বক্র [ bakra ] বিণ. 1 বাঁকা, সোজা বা সরল নয় এমন (বক্রপথ, বক্রগতি); 2 কুটিল (বক্র ইঙ্গিত, বক্রকটাক্ষ)। ☐ বি. 1 বাঁক, মোড়; 2 (বিরল) মঙ্গলগ্রহ। [সং. √ বঙ্ক্ + র]। বক্রগামী (-মিন্) বিণ. বাঁকা পথে চলে এমন। বক্রগ্রীব বিণ. যার বাঁকা গলা। বক্রণ বি. বক্রীকরণ। বক্রতা বি. বাঁকাভাব, অসরলতা; বাঁক। বক্রদংষ্ট্র বিণ. বাঁকা দাঁতযুক্ত। বক্রদৃষ্টি বি. বাঁকা চাহনি বা কুটিল চাহনি; কটাক্ষ। ☐ বিণ. বাঁকা চাহনিযুক্ত। বক্রনাস বিণ. (টিয়া প্রভৃতি পাখির মতো) বাঁকা নাকওয়ালা। বক্ররেখা বি. বাঁকা রেখা, যে রেখা সরল বা সোজা নয়। বক্রাক্ষ বিণ. টেরা, বাঁকা দৃষ্টিযুক্ত। বক্রিমা (-মন্) বি. বক্রতা।

বখেয়া

বকেয়া2, বখেয়া [ bakēẏā2, bakhēẏā ] বি. সেলাইয়ের প্রণালীবিশেষ, সহজেই খুলে ফেলা যায় এমন সেলাইবিশেষ। [আ. বখিয়া]।