ব বখরা বখরা [ bakharā ] বি. অংশ, ভাগ (আমার বখরা কোথায় ? সবাই বখরা করে নিল)। [ফা. বখ্রহ্]। বখরাদার বি. অংশীদার। বখরাদারি বি. অংশের বিভাগ; অংশের ভাগ ভোগের অধিকার।
ব বক্ষোরুহ বক্ষোজ, বক্ষোরুহ [ bakṣōja, bakṣōruha ] বি. স্তন, পয়োধর। [সং. বক্ষস্ + √ জন্ + অ, বক্ষস্ + √ রুহ্ + স]।
ব বক্ষোজ বক্ষোজ, বক্ষোরুহ [ bakṣōja, bakṣōruha ] বি. স্তন, পয়োধর। [সং. বক্ষস্ + √ জন্ + অ, বক্ষস্ + √ রুহ্ + স]।
ব বক্ষঃ বক্ষ, বক্ষঃ [ bakṣa, bakṣḥ ] (-ক্ষস্) বি. 1 বুক (তীক্ষ্ণ শরে বক্ষ বিদীর্ণ হল); 2 হৃদয়, অন্তর (‘বাসনার বক্ষোমাঝে কেঁদে মরে ক্ষুধিত যৌবন’: বুদ্ধ)। [সং. √ বক্ষ্ + অস্]। বক্ষঃস্হল বি. বুকের উপরিভাগ; বুক, হৃদয়। বক্ষত্রাণ বি. বুক রক্ষার জন্য বর্মবিশেষ।