ব বছর বছর [ bachara ] বি. বত্সর (এই বছর, আগামী বছর)। [প্রাকৃ. বচ্ছর < সং. বত্সর]। বছরকার দিন, বছরের দিন বি. উত্সব অনুষ্ঠানের দিন; শুভ দিন (বছরকার দিনে ছেলেটাকে মারলে?)। বছরভর ক্রি-বিণ. সারা বছর ধরে (সে বছরভর পরিশ্রম করেছে)।