বছর

বছর [ bachara ] বি. বত্সর (এই বছর, আগামী বছর)। [প্রাকৃ. বচ্ছর < সং. বত্সর]। বছরকার দিন, বছরের দিন বি. উত্সব অনুষ্ঠানের দিন; শুভ দিন (বছরকার দিনে ছেলেটাকে মারলে?)। বছরভর ক্রি-বিণ. সারা বছর ধরে (সে বছরভর পরিশ্রম করেছে)।

বচনীয়

বচনীয় বিণ. 1 বাচ্য, কথনযোগ্য; 2 নিন্দনীয়।

বচনাতীত

বচনাতীত বিণ. কথার দ্বারা বা বাক্যের দ্বারা বোঝা বা বোঝানো যায় না মন।

বচ

বচ [ baca ] বি. ঝাল বা কটু কন্দবিশেষ। [সং. বচা]।

বঙ্গীয়

বঙ্গীয় বিণ. বঙ্গদেশসম্বন্ধীয়; বঙ্গদেশে জাত।

বঙ্গাব্দ

বঙ্গাব্দ বি. 593 খ্রিস্টাব্দ থেকে গণিত বাংলা সাল।

বঙ্গভঙ্গ

বঙ্গভঙ্গ বি. 195 সালে বড়োলাট লর্ড কার্জন কর্তৃক বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ।