বজ্রধর

বজ্রধর, বজ্রপাণি, বজ্রী (-জ্রিন্) বি. ইন্দ্র।

বজ্রগুণন

বজ্রগুণন (বীজ.) বীজগণিতে গুণের প্রক্রিয়াবিশেষ, cross-multiplication.

বজ্র

বজ্র [ bajra ] বি. 1 ঝড়বৃষ্টির সময় আকাশে বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে যে প্রচণ্ড শব্দ হয়; বাজ, অশনি, কুলিশ; 2 দধীচির অস্হিতে নির্মিত ইন্দ্রের অস্ত্র; 3 গুণনের × এই চিহ্ন; 4 (জ্যোতিষ) মানবদেহে বিশেষত হাতের চেটো ও পায়ের তলায় × চিহ্ন; 5 যোগবিশেষ, আসনবিশেষ; 6 হীরক। ☐ বিণ. অত্যন্ত কঠিন বা কঠোর (বজ্রকঠোর)। ☐ বিণ-বিণ. প্রচণ্ড, নিদারুণ। [সং. √ বজ্ + র]। বজ্রকঠিন বিণ. বজ্রের মতো কঠিন, অত্যন্ত শক্ত। বজ্রকেতু বি. নরকের অধিপতি। বজ্রগম্ভীর বিণ. বজ্রনাদের মতো গম্ভীর। বজ্রগুণন (বীজ.) বীজগণিতে গুণের প্রক্রিয়াবিশেষ, cross-multiplication. বজ্রধর, বজ্রপাণি, বজ্রী (-জ্রিন্) বি. ইন্দ্র। বজ্রধ্বনি, বজ্রনাদ, বজ্রনির্ঘোষ বি. বজ্রপাতের আওয়াজ। বজ্রপাত বি. বাজ...

বজবজে

বজ-বজে বিণ. পচাগলা বা বুদবুদযুক্ত (আমগুলো পচে বজবজে হয়ে গেছে)।

বজবজ

বজ-বজ [ baja-baja ] বি. 1 পচে নরম হওয়ার ভাব; 2 ঘন ও নরম পচা পদার্থ থেকে বুদবুদ ওঠার শব্দ। [ধ্বন্যা.-তু. হি. বজবজা]। বজ-বজে বিণ. পচাগলা বা বুদবুদযুক্ত (আমগুলো পচে বজবজে হয়ে গেছে)।

বছরভর

বছরভর ক্রি-বিণ. সারা বছর ধরে (সে বছরভর পরিশ্রম করেছে)।

বছরের দিন

বছরকার দিন, বছরের দিন বি. উত্সব অনুষ্ঠানের দিন; শুভ দিন (বছরকার দিনে ছেলেটাকে মারলে?)।

বছরকার দিন

বছরকার দিন, বছরের দিন বি. উত্সব অনুষ্ঠানের দিন; শুভ দিন (বছরকার দিনে ছেলেটাকে মারলে?)।

বছর

বছর [ bachara ] বি. বত্সর (এই বছর, আগামী বছর)। [প্রাকৃ. বচ্ছর < সং. বত্সর]। বছরকার দিন, বছরের দিন বি. উত্সব অনুষ্ঠানের দিন; শুভ দিন (বছরকার দিনে ছেলেটাকে মারলে?)। বছরভর ক্রি-বিণ. সারা বছর ধরে (সে বছরভর পরিশ্রম করেছে)।

বচনীয়

বচনীয় বিণ. 1 বাচ্য, কথনযোগ্য; 2 নিন্দনীয়।