বঞ্চন

বঞ্চন, বঞ্চনা [ bañcana, bañcanā ] বি. প্রতারণা, শঠতা। [সং. √ বঞ্চ্ + ণিচ্ + অন, আ]। বঞ্চক বিণ. বি. বঞ্চনাকারী, প্রতারক, শঠ। বঞ্চনীয় বিণ. বঞ্চনার যোগ্য। বঞ্চিত বিণ. 1 প্রতারিত; 2 সুযোগ দেওয়া হয়নি এমন, সুবিবেচনা পায়নি এমন (সুযোগ থেকে বঞ্চিত); 3 অভাবে কাতর (‘বঞ্চিত ক’রে বাচালে মোরে’: ‘কেন বঞ্চিত হব চরণে’: র.সে.); 4 অনধিকারী (ও রসে বঞ্চিত)।

বজ্রাহত

বজ্রাহত বিণ. 1 বজ্রের আঘাতে আহত; 2 (আল.) প্রচণ্ড আঘাতে বিমূঢ়।

বজ্রলেপ

বজ্রলেপ বি. দুর্ভেদ্য প্রলেপবিশেষ, শ্রীবাসকরস ভল্লাতক অতসী বেল প্রভৃতি দিয়ে তৈরি কবিরাজি প্রলেপবিশেষ।

বজ্রযান

বজ্রযান বি. তান্ত্রিক বৌদ্ধ ধর্মের নামবিশেষ, শূন্যতাযান।

বজ্রমুঠি

বজ্রমুষ্টি, (কথ্য) বজ্রমুঠি বি. বজ্রের মতো কঠিন বা দৃঢ় মুষ্টি।

বজ্রমুষ্টি

বজ্রমুষ্টি, (কথ্য) বজ্রমুঠি বি. বজ্রের মতো কঠিন বা দৃঢ় মুষ্টি।

বজ্রমাণিক

বজ্রমণি, বজ্রমাণিক বি. মহামূল্য মণি বা রত্ন (‘বজ্রমাণিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা’: রবীন্দ্র)।