বঞ্চনা

বঞ্চন, বঞ্চনা [ bañcana, bañcanā ] বি. প্রতারণা, শঠতা। [সং. √ বঞ্চ্ + ণিচ্ + অন, আ]। বঞ্চক বিণ. বি. বঞ্চনাকারী, প্রতারক, শঠ। বঞ্চনীয় বিণ. বঞ্চনার যোগ্য। বঞ্চিত বিণ. 1 প্রতারিত; 2 সুযোগ দেওয়া হয়নি এমন, সুবিবেচনা পায়নি এমন (সুযোগ থেকে বঞ্চিত); 3 অভাবে কাতর (‘বঞ্চিত ক’রে বাচালে মোরে’: ‘কেন বঞ্চিত হব চরণে’: র.সে.); 4 অনধিকারী (ও রসে বঞ্চিত)।

বটুক

বটু, বটুক [ baṭu, baṭuka ] বি. 1 ছোটো ছেলে; 2 ব্রাহ্মণ বালক। [সং. বট + উ, ক]।

বটু

বটু, বটুক [ baṭu, baṭuka ] বি. 1 ছোটো ছেলে; 2 ব্রাহ্মণ বালক। [সং. বট + উ, ক]।

বটী

বটিকা, বটী [ baṭikā, baṭī ] বি. বড়ি, গুলি (ঔষধের বটিকা)। [সং. বট + কণ্ + আ, বট + ঈ]।

বটিকা

বটিকা, বটী [ baṭikā, baṭī ] বি. বড়ি, গুলি (ঔষধের বটিকা)। [সং. বট + কণ্ + আ, বট + ঈ]।

বটঠাকুর

বটঠাকুর [ baṭ-ṭhākura ] বি. (কথ্য) ভাশুর। [বাং. বড়2 + ঠাকুর]।

বঞ্চা

বঞ্চা [ bañcā ] ক্রি. (প্রধানত কাব্যে) 1 প্রতারিত করা; 2 বিরহিত বা বিহীন করা; 3 কাটানো, যাপন করা (‘সুখে বঞ্চিত দিন’); 4 বাস করা (‘আমি বঞ্চি একাকিনী’: চণ্ডী)। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ বঞ্চ্ + বাং. আ]।

বঞ্চিত

বঞ্চিত বিণ. 1 প্রতারিত; 2 সুযোগ দেওয়া হয়নি এমন, সুবিবেচনা পায়নি এমন (সুযোগ থেকে বঞ্চিত); 3 অভাবে কাতর (‘বঞ্চিত ক’রে বাচালে মোরে’: ‘কেন বঞ্চিত হব চরণে’: র.সে.); 4 অনধিকারী (ও রসে বঞ্চিত)।

বঞ্চক

বঞ্চক বিণ. বি. বঞ্চনাকারী, প্রতারক, শঠ।