বড়ো

বড়ো১ [ baḍ়ō ] বড়-র বানানভেদ। বড়ো২ [ baḍ়ō ] বি. ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উপজাতিবিশেষ।

বাকসিদ্ধা

বাকসিদ্ধা  – বি।ণ. স্ত্রী. বাকসিদ্ধ। বাকসিদ্ধ বিণ. যাহা বলে তাহাই সত্য হয় এমন।

বন্দা

বন্দা১ [ bandā ] বান্দা-র রূপভেদ। বন্দা২ [ bandā ] ক্রি. (কাব্যে) বন্দনা করা (‘বন্দিল সবে, জয় মা জননি’: দ্বি. রা.)। [সং.√ বন্দ্ + বাং. আ]।

বলীন্দ্র

বলীন্দ্র বিণ. সর্বাপেক্ষা অধিক শক্তিশালী; বীরশ্রেষ্ঠ।

বলী

বলী১ [ balī ]  বলি২ দ্রঃ। বলী২ [ balī ] (-লিন্) বিণ. বলবান (কোন বলে বলী? ‘সম্মুখে বলী দেবাকৃতি রথী’: মধু)। [সং. বল3 + ইন্]। বলীন্দ্র বিণ. সর্বাপেক্ষা অধিক শক্তিশালী; বীরশ্রেষ্ঠ।

বাজী

বাজী১ [ bājī ] বাজি২-এর বানানভেদ। বাজী২ [ bājī ] (-জিন্) বি. 1 অশ্ব, ঘোড়া; 2 বাণ। [সং. বাজ + ইন্]। স্ত্রী. বাজিনী। বাজীকরণ বি. রতিশক্তিবর্ধক ওষুধ বা প্রক্রিয়া।

বাসী

বাসী১ [ bāsī ] বিণ. 1 পর্যুষিত, টাটকা নয় এমন (বাসি ফুল, বাসি খাবার); 2 পূর্বদিনে বা পূর্বরাত্রে ব্যবহৃত (বাসি কাপড়); 3 অভুক্ত (বাসি মুখ); 4 মুখ ধোয়া হয়নি এমন (বাসি মুখ ধোয়া); 5 অতি পুরোনো, নতুনত্বহীন (বাসি খবর)। [সং. বাসিত]। বাসি কাপড় — পূর্বরাত্রে, বিশেষত শয়নকালে, ব্যবহৃত কাপড়। বাসি ঘর — এখনও ঝাঁট দেওয়া বা পরিষ্কার করা হয়নি এমন ঘর। বাসি জল — পূর্বদিন থেকে জমিয়ে রাখা জল, আগের দিনের জল। বাসি দুধ — আগের দিনের দুধ। বাসি ফুল — আগের দিন তোলা ফুল। বাসি বিয়ে — (হিন্দুদের) বিবাহের পরদিন আচরণীয় অনুষ্ঠান। বাসি ভাত — আগের দিন রাঁধা ভাত; পানতা ভাত। বাসি মড়া — যে মড়া গতরাত্রের মধ্যে পোড়ানো...

বাহা

বাহা১ [ bāhā ] বাঃ-এর রুপভেদ। বাহা২, বাওয়া [ bāhā, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, ‘কোনদিকে যে বাইব তরী’: রবীন্দ্র); 2 অতিক্রম করা (‘ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল’: বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]।

বিংশ শতাব্দ

বিংশ শতক, বিংশ শতাব্দ বি. 19০1 থেকে 2০০০ সাল পর্যন্ত (অন্য মত অনুসারে 21০০ পর্যন্ত) এক শত বত্সরকাল।

বিংশ শতক

বিংশ শতক, বিংশ শতাব্দ বি. 19০1 থেকে 2০০০ সাল পর্যন্ত (অন্য মত অনুসারে 21০০ পর্যন্ত) এক শত বত্সরকাল।