ফ ফেন ফেন [ phēna ] বি. 1 ফেনা, গাঁজ; 2 মাড় (ভাতের ফেন)। [সং. √ স্ফায়্ + ন]। ফেনদুগ্ধা বি. দুধফেনি পিঠে। ফেননিভ বিণ. ফেনার মতো কোমল ও শুভ্র (দুগ্ধফেননিভ শয্যা)।
ফ ফেটা ফেটা1 [ phēṭā1 ] বি. ব্যথা ঘা ইত্যাদিতে জড়াবার জন্য কাপড়ের ফালি; পটি। [হি. < সং. পট্টিকা]। ফেটা2 [ phēṭā2 ] ক্রি. ফেটানো। [হি. √ ফেংট < সং. ফাণ্ট]। ফেটানো ক্রি. বি. নেড়ে নেড়ে ফেনানো (বেসনের গোলা ফেটানো, ডিম ফেটানো)।
ফ ফ্যাঁকড়া ফেঁকড়া, ফ্যাঁকড়া [ phēn̐kaḍ়ā, phyān̐kaḍ়ā ] বি. 1 প্রশাখা; 2 মূল বিষয় থেকে উদ্ভূত অন্য বিষয় (ফেঁকড়া তোলা, ফেঁকড়া বার করা); 3 ফ্যাসাদ, বাধা, ঝামেলা। [দেশি-তু. সং. ফর্ফরীক]। ফেঁকড়ি বি. অতি ক্ষুদ্র শাখা বা প্রশাখা।
ফ ফেউ ফেউ [ phēu ] বি. 1 শিয়াল; 2 পাগলা শিয়াল; 3 যে-শিয়াল বাঘের পিছন পিছন ধাওয়া করে ও চিত্কার করে; 4 (আল.) পিছন ছাড়ে না এমন ব্যক্তি (তার পিছনে ফেউ হয়ে লেগেছে)। [সং. ফেরু]। ফেউ লাগা ক্রি. বি. পিছনে লেগে থেকে উত্ত্যক্ত করা।
ফ ফুসলানো ফুসলানো ক্রি. বি. 1 কুকর্মে রত হওয়ার জন্য রাজি করানো বা প্ররোচনা দেওয়া; 2 অন্যায়পথে চালানো।
ফ ফুসলা ফুসলা [ phusalā ] ক্রি. ফুসলানো। [হি. ফুসলানা]। ফুসলানো ক্রি. বি. 1 কুকর্মে রত হওয়ার জন্য রাজি করানো বা প্ররোচনা দেওয়া; 2 অন্যায়পথে চালানো।