ফজর

ফজর, ফজির [ phajara, phajira ] বি. ভোর, প্রত্যুষ (‘ফজর সময়ে উঠি’: ক. ক.)। [আ. ফজর্]।

ফলক

ফলক [ phalaka ] বি. ১. অস্ত্রের ফলা (ছুরির ফলক); ২. সূক্ষ্মাগ্র মুখ (তিরের ফলক); ৩. পাত, পাটা, পট্ট (তাম্রফলক, প্রস্তরফলক); ৪. ঢাল; ৫. কপালের হাড় (ললাটফলক)। [সং. √ ফল্ + অ + ক]।

ফর্দ

ফর্দ [ pharda ] বি. ১. তালিকা, ফিরিস্তি (বাজারের ফর্দ, অভিযোগের লম্বা ফর্দ); ২. ফালি, টুকরো (এক ফর্দ কাপড়)। [আ. ফর্দ্]।

ফরাসি

ফরাসি [ pharāsi ] বি. ফ্রান্সের অধিবাসী বা ভাষা (ফরাসি শেখা)। ☐ বিণ. ফ্রান্সদেশীয়; ফরাসি জাতিসম্বন্ধীয় (ফরাসি শাসন)। [পো. Francez]।

ফরাশ

ফরাশ [ pharāśa ] বি. ১. মেঝে বা তক্তপোশে পাতবার মোটা আস্তরণবিশেষ; ২. বিছানা পাতা, বাতি জ্বালা, ঘর ও আসবাবপত্র ঝাড়ামোছা করা ইত্যাদি কাজে নিযুক্ত ভৃত্য। [আ. ফর্শ]।

ফরাকত

ফরাকত [ pharākata ] বি. ১. ছাড়াছাড়ি, বিচ্ছেদ; ২. বিচ্ছিন্ন অবস্হা, পৃথক বা স্বতন্ত্র থাকা; ৩. ফাঁকা জায়গা; ৪. অবসর। [আ. ফরাগত্]।

ফরমানো

ফরমানো [ pharamānō ] ক্রি. বি. আদেশ করা, হুকুম দেওয়া। [ফ. ফরমা + বাং. আনো]।

ফর্ম

ফরম, ফর্ম [ pharama, pharma ] বি. (আবেদনাদি করবার জন্য) নির্দিষ্ট বিবরণপত্রবিশেষ। [ইং. form]।

ফরম

ফরম, ফর্ম [ pharama, pharma ] বি. (আবেদনাদি করবার জন্য) নির্দিষ্ট বিবরণপত্রবিশেষ। [ইং. form]।

ফয়সালা

ফয়সালা [ phaẏa-sālā ] বি. মামলামোকদ্দমা বা জটিল সমস্যার নিষ্পত্তি, মীমাংসা। [আ. ফয়স্লাহ্]।