ফুকা

ফুকা১ –ফুঁকা-র রূপভেদ। ফুকা২, (কথ্য) ফুকো [ phukā2, (kathya) phukō ] বি. অতিরিক্ত দুধ পাওয়ার জন্য গোরুর যোনিমুখে ফুঁ দেওয়া (ফুকো দেওয়া)। ☐ বিণ. ফাঁপা ও হালকা (ফুকো নল)। [হি. ফুঁক + বাং. আ]।

ফুল মোজা

ফুল-মোজা বি. হাঁটু থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ঢাকে এমন মোজা।

ফুল শার্ট

ফুল শার্ট বি. মণিবন্ধ পর্যন্ত হাতাওয়ালা শার্ট।

ফ্ল্যাশলাইট

ফ্ল্যাশ, ফ্ল্যাশলাইট [ phlyāśa, phlyāśa-lāiṭa ] বি. 1 অতি উজ্জ্বল আলোর ঝলক; 2 ফোটো অর্থাত্ আলোকচিত্র গ্রহণের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক আলো (ফ্ল্যাশে ছবি তোলা, ফ্ল্যাশলাইট দিয়ে ছবি তোলা)। [ইং. flash, flash-light]।

ফ্ল্যাশ

ফ্ল্যাশ, ফ্ল্যাশলাইট [ phlyāśa, phlyāśa-lāiṭa ] বি. 1 অতি উজ্জ্বল আলোর ঝলক; 2 ফোটো অর্থাত্ আলোকচিত্র গ্রহণের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক আলো (ফ্ল্যাশে ছবি তোলা, ফ্ল্যাশলাইট দিয়ে ছবি তোলা)। [ইং. flash, flash-light]।

ফ্ল্যাট

ফ্ল্যাট [ phlyāṭa ] বি. 1 অট্টালিকার এক বা একাধিক কক্ষযুক্ত স্বয়ংসম্পূর্ণ বাসগৃহ (ফ্ল্যাট ভাড়া নেওয়া, ফ্ল্যাটবাড়ি); 2 জাহাজঘাটার ভাসমান প্ল্যাটফর্ম; 3 চ্যাপটা তলযুক্ত নৌকা বা মালবাহী স্টিমারবিশেষ। ☐ বিণ. 1 চিত্পাত (বিছানায় ফ্ল্যাট হয়ে পড়লে যে?); 2 অতি ক্লান্ত, বিধ্বস্ত (এক মেয়ের বিয়ে দিয়েই ফ্ল্যাট); 3 হতাশ। [ইং. flat]।

ফাল

ফাল১ [ phāla ] ফালা-র বিরল রূপ। ফাল২ [ phāla ] বি. লাঙলের ফলক। [সং. √ ফল্ + অ]। ফাল৩ [ phāla ] বি. (আঞ্চ.) লাফ। [বাং. লাফ]।

ফিটফাট

ফিটফাট বিণ. সুসজ্জিত, পরিপাটি, পরিচ্ছন্ন।

ফিট

ফিট১ [ phiṭa ] বি. মুর্ছা। [ইং. (fainting) fit]। ফিট২ [ phiṭa ] বি. 1 সংযোগ (গাড়ির সঙ্গে ইঞ্জিন ফিট করা); 2 মাপমতো হওয়া (জামাটা বেশ ফিট করেছে)। ☐ বিণ. 1 সংযুক্ত (কাঠের সঙ্গে কাঠটা ফিট হয়েছে); 2 মাপসই, মাপমতো (প্যাণ্টটা ভালো ফিট হয়নি); 3 সুসজ্জিত, পরিপাটি, নিখুঁত (ফিটবাবু)। [ইং. fit]। ফিটফাট বিণ. সুসজ্জিত, পরিপাটি, পরিচ্ছন্ন।

ফেলাফেলি

ফেলাছড়া, ফেলাফেলি বি. অযত্নে ছড়ানো; অপব্যয় (বহু জিনিস ফেলাছড়া করেছে)।