ফকির

ফকির [ phakira ] বি. ১. মুসলমান সাধু; ২. (সচ. মুসলমান) ভিক্ষুক; ৩. (আল.) ভিখারি, অতি দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি (পথের ফকির, কাল রাজা আজ ফকির)। [আ. ফকীর]। ফকিরি বি. ফকিরের বৃত্তি বা ভাব। ☐ বিণ. ফকিরসংক্রান্ত (ফকিরি চালচলন)। ফকিরা মালা, ফকরে মালা বি. ফকিরের জপমালা।

ফকিরি

ফকিরি বি. ফকিরের বৃত্তি বা ভাব। ☐ বিণ. ফকিরসংক্রান্ত (ফকিরি চালচলন)।

ফকফকে

ফকফকে বিণ. ফরসা; সাদা; ঝকমকে।

ফকফক

ফকফক [ phaka-phaka ] বি. উজ্জ্বলতার ভাব; সাদা ভাব। [ধ্বন্যা.]। ফকফকে বিণ. ফরসা; সাদা; ঝকমকে।

ফইজত

ফইজত [ phi-jata ] বি. ১. ঝগড়া, বিবাদ, হাঙ্গামা (মিছিমিছি ফইজতে কাজ নেই); ২. ভর্ত্সনা; ৩. কলঙ্গ, বদনাম। [আ. ফজীহত্]।

ফুলখড়ি

ফুলখড়ি, চা-খড়ি, –বি. সাদা মাটিবিশেষ; চকখড়ি।

ফুলকপি

ফুলকপি–বি. চার দিকে বড় পাতায় ঘেরা পুষ্পাকার কপি।

ফ–বাংলা বর্ণমালার দ্বাবিংশ ব্যঞ্জনবর্ণ; অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্য ফ্-ধ্বনির বর্ণরূপ।

ফঙ্গবানি

ফঙ্গবেনে, ফঙ্গবানি [ phaṅga-bēnē, phaṅga-bāni ] বিণ. ১. ঠুনকো, সহজেই ভেঙে যায় এমন; ২. অসার, বাজে। [< সং. ভঙ্গপ্রবণ?]।

ফঙ্গবেনে

ফঙ্গবেনে, ফঙ্গবানি [ phaṅga-bēnē, phaṅga-bāni ] বিণ. ১. ঠুনকো, সহজেই ভেঙে যায় এমন; ২. অসার, বাজে। [< সং. ভঙ্গপ্রবণ?]।