ফের
ফের [ phēra ] বি. 1 সংকট, বিপদ, ভয় (দারুণ ফেরে পড়েছে); 2 অশুভ প্রভাব (অদৃষ্টের ফের); 3 বদল, পরিবর্তন, বিনিময় (শ্রমের ফের, রকমফের); 4 কৌশল, ছলনা (কথার ফেরে তাকে কাবু করে ফেলল); 5 বেড়, বেষ্টন (ফের দিয়ে কাপড় পরা, কাপড়ের ফের)। ☐ ক্রি-বিণ. আবার, পুনরায় (চলে গিয়ে ফের এসেছে)। [তু. হি. ফির্]। ফেরফার বি. 1 ছল, কৌশল, মারপ্যাঁচ (কথার ফেরফার); 2 দায়, সংকট।
ফেলা
ফেলা [ phēlā ] ক্রি. বি. 1 নিক্ষেপ করা, পতিত করা, ঢালা (জঞ্জাল ফেলা, জল ফেলা); 2 ক্ষেপণ করা, ছোড়া (জাল ফেলা); 3 চুকানো, শেষ করা (বই পড়ে ফেলা, খেয়ে ফেলা, মিটিয়ে ফেলা); 4 খাটানো, বিনিয়োগ করা (ব্যাবসায় বহু টাকা ফেলেছে); 5 বর্জন করা (আমাকে ফেলে যেয়ো না, ছাতাটা ফেলে গেলে যে); 6 ত্যাগ করা (বাড়িঘর ফেলে কোথায় যাব?); 7 স্হাপন করা (পা ফেলা); 8 অমান্য বা অগ্রাহ্য করা (তাঁর কথা ফেলতে পারব না); 9 হঠাত্ কিছু করা (কথাটা শুনে ফেলল); 10 নির্ধারিত করা (পরীক্ষার তারিখ ফেলা); 11 অপব্যয় করা (টাকাগুলো ফেলে দিলে); 12 মোচন করা (নিশ্বাস ফেলা)। ☐ বিণ....