টকাটক

টকাটক১ ক্রি-বিণ. অতি দ্রুত (টকাটক খেয়ে ফেলো)। টকটক১, টকাটক২. বি. ক্রমাগত টক শব্দ।

টকটক

টকটক১, টকাটক২. বি. ক্রমাগত টক শব্দ। টকটক২ [ ṭaka-ṭaka] বি. (সচ. লাল রঙের) তীব্রতা বা আধিক্যের ভাব (লাল টকটক করছে)।

টকাস

টকাস১ ক্রি-বিণ. অতি দ্রুত, অনায়াসে (টকাস করে গিলে ফেলো তো)। টকাস২ বি. সজোরে টক শব্দ।

টকটকে

টকটকে বিণ. গাঢ়, উজ্জ্বল (টকটকে লাল, টকটকে রং)।

টাট

টাট১ টাটিটাট২-র রূপভেদ। টাট২ বি. পূজাকার্যে ব্যবহৃত তামার থালাবিশেষ। [হি. টঠিয়া=থালা, অথবা পা.তট্টক<সং. তাম্রপাত্র] টাট৩ [ ṭāṭa৩ ] বি. মহাজনের ফরাস বা গদি। [হি. টট=চট, কেম্বিস]।

টপ

টপ১ [ ṭapa ] বি. মটরাকৃতি গঠন (কানের টপ, টপতোলা)। [সং. স্তূপ]। টপ২ [ ṭapa ] বিণ. (কথ্য, অশোভন) সবচেয়ে ভালো; খুব ভালো (একেবারে টপ খেলা, টপ দেখতে)। [ইং. top]। টপ৩ [ ṭapa ] বি. তরল পদার্থের ফোঁটা পড়ার শব্দ। [ধ্বন্যা]। টপ টপ১ বি. ক্রি-বিণ. ক্রমাগত ফোঁটা ফোঁটা করে পড়ার শব্দ (টপ টপ করে রস পড়ছে)। টপ৪ [ ṭapa৪ ] বি. ক্রি-বিণ. অতি শীঘ্র, চট (টপ করে গিলে ফেলা)। [ধ্বন্যা.]। টপ টপ২ ক্রমাগত ও অতি দ্রুত (টপ টপ করে খেয়ে নেওয়া)। টপাটপ – টপ টপ২ -এর অনুরূপ।

টপ টপ

টপ টপ১ বি. ক্রি-বিণ. ক্রমাগত ফোঁটা ফোঁটা করে পড়ার শব্দ (টপ টপ করে রস পড়ছে)। টপ টপ২ ক্রমাগত ও অতি দ্রুত (টপ টপ করে খেয়ে নেওয়া)।

টক

টক১ [ ṭaka ] বিণ. অম্ল স্বাদযুক্ত (টক দই)। ☐ বি. ১. অম্লরস বা অম্ল স্বাদ (অত টক খেয়ো না); ২. অম্ল স্বাদযুক্ত ব্যঞ্জনবিশেষ, অম্বল (মাছের টক)। [সং. তক্র]। টকডাল, টকের ডাল বি. কাঁচা আম তেঁতুল প্রভৃতি সহযোগে তৈরি অম্ল স্বাদযুক্ত ডাল। টক২ [ ṭaka ] বি. অত্যন্ত দ্রুততার ভাব। ☐ ক্রি-বিণ. দ্রুত (টক করে নিয়ে এসো)। [ধ্বন্যা.]। টকাটক১ ক্রি-বিণ. অতি দ্রুত (টকাটক খেয়ে ফেলো)। টকাস১ ক্রি-বিণ. অতি দ্রুত, অনায়াসে (টকাস করে গিলে ফেলো তো)। টক৩ [ ṭaka ] বি. শুকনো কাঠে ছোট কিছুর আঘাতের বা অনুরূপ কোনো শব্দ। [ধ্বন্যা.]। টকটক১, টকাটক২. বি. ক্রমাগত টক শব্দ। টকাস২ বি. সজোরে টক...

টোকা

টোকা১ টুকা-এর চলিত রূপ। টোকা২ [ ṭōkā২ ] বি. বাঁশের চটা, তালপাতা ইত্যাদির তৈরি টুপির আকারের ছাতা, মাথাল, মাথালি। [পো. touca]। টোকা৩ [ ṭōkā৩ ] বি. আঙুলের ডগা দিয়ে আঘাত, টুসকি (দরজায় টোকা দেওয়া)। [তু. সং. ছোটিকা]।