ছাঁকিজাল

ছাঁকিজাল [ chānki-jāla ] বি. চুনোপুঁটিজাতীয় ছোট ছোট মাছ ধরার জন্য ক্ষুদ্র জাল। [বাং. ছাঁকা + ই + জাল]।

ছাঁকনি

ছাঁকনা, ছাঁকনি [ chānkanā, chānkani ] বি. ক্ষুদ্র ছিদ্রযুক্ত পাত্রবিশেষ যার দ্বারা ছাঁকা হয়, ছোট চালনি, sieve, strainer. [বাং. √ ছাঁক্ + অনা, অনি]।

ছাঁকনা

ছাঁকনা, ছাঁকনি [ chānkanā, chānkani ] বি. ক্ষুদ্র ছিদ্রযুক্ত পাত্রবিশেষ যার দ্বারা ছাঁকা হয়, ছোট চালনি, sieve, strainer. [বাং. √ ছাঁক্ + অনা, অনি]।

ছাবাল

ছাওয়াল, ছাবাল [ chāōẏāla, chābāla ] বি. (আঞ্চ.) ১. ছেলে; ২. শিশু। [পা. ছাব]।

ছাঁত্

ছাঁত্ [ chānt ] অব্য. বি. শরীরে বা বুকের মধ্যে হঠাত্ তীব্র শিহরনের অনভূতি। [ধ্বন্যা.]।

ছাতিয়া

ছাতিয়া [ chātiẏā ] বি. (ব্রজ.) বুক, ছাতি (‘ফাটি যাওত ছাতিয়া’: বিদ্যা)। [ছাতি২ দ্র]।

ছাতিম

ছাতিম [ chātima ] বি. পাতা ও ডালপালাসহ ছাতার মতো আকৃতিযুক্ত গাছবিশেষ, সপ্তপর্ণী। [বাং. ছাতি + ম, তু-সং. সপ্তপর্ণ]।

ছাতলা

ছাতলা [ chātalā ] বি. ১. ছত্রক, ছত্রাক; ২. ছাতা, শ্যাওলার মতো মরচে বা ময়লা (ছাতলা পড়া, ছাতলা ধরা)। [বাং. ছাতা২ + লা]।

ছাড়ানো

ছাড়ানো [ chāḍānō ] ক্রি. ১. ত্যাগ করানো (নেশা ছাড়ানো); ২. পরিবর্তন করানো (কাপড় ছাড়ানো); ৩. খালাস করা, উদ্ধার বা মুক্ত করা (জেল থেকে ছাড়িয়ে এনেছি); ৪. তাড়ানো (ভূত ছাড়ানো); ৫. মোচন করা (হাত ছাড়ানো); ৬. খোলা (জট ছাড়ানো); ৭. বাদ দেওয়া, বিচ্যুত করা (খোসা ছাড়ানো); ৮. অতিক্রম করা (আমাকে ছাড়িয়ে গেছে; ছেলে বাবাকেও ছাড়াবে)। ☐ বি. উক্ত সব অর্থে (আমাকে ছাড়ানো কি সোজা কথা?)। ☐ বিণ. উক্ত সব অর্থে (খোসা-ছাড়ানো ফল)। [বাং. ছাড়া + নো]।

ছাড়

ছাড় [ chāḍ ] বি. ১. বাদ, ত্যাগ (এই শব্দটি ছাড় গেছে); ২. রেহাই, মুক্তি (কোনো ছাড় নেই); ৩. মুক্তির বা যাওয়ার অনুমতি (ছাড়পত্র); ৪. বিরাম, অবসর (একটু ছাড় পেয়েছি); ৫. মূল্যহ্রাস (দামে ছাড়); ৬. অনুমতিপত্র, ছাড়পত্র (একটা ছাড় লিখে দাও)। [ছাড়া দ্র]।