ছয়লাপ

ছয়লাপ [ chaẏa-lāpa ] বিণ. ১. পরিপূর্ণ, ছেয়ে গেছে এমন (কাগজপত্রে ঘর একেবারে ছয়লাপ); ২. সম্পূর্ণ নষ্ট (জিনিসপত্র ছয়লাপ করা)। [ফা. সয়লাব্]।

ছয়

ছয় [ chaẏa ] বি. বিণ. ৬ সংখ্যা বা সংখ্যক। [সং. ষট্]।

ছপ্পর ফুঁড়ে

ছপ্পর ফুঁড়ে ক্রি-বিণ. ১. ছাদ ফুঁড়ে; ২. (আল.) আশাতীতভাবে।

ছপ্পর

ছপ্পর [ chappara ] বি. ১. আচ্ছাদন; ২. ছাদ। [হি.]। ছপ্পর ফুঁড়ে ক্রি-বিণ. ১. ছাদ ফুঁড়ে; ২. (আল.) আশাতীতভাবে।

ছন্দোবদ্ধ

ছন্দো-বদ্ধ [ chandō-baddha ] বিণ. ছন্দে গ্রথিত; পদ্যরীতিতে রচিত। [সং. ছন্দঃ + বদ্ধ]।

ছন্দেবন্দে

ছন্দে-বন্দে [ chandē-bandē ] ক্রি-বিণ. কলেকৌশলে, পাকেপ্রকারে (ছন্দেবন্দে কার্যোদ্ধার করা)। [সং. ছন্দবন্ধ]।

ছাবাল

ছাওয়াল, ছাবাল [ chāōẏāla, chābāla ] বি. (আঞ্চ.) ১. ছেলে; ২. শিশু। [পা. ছাব]।

ছাঁচি কুমড়ো

ছাঁচি কুমড়ো বি. চালকুমড়ো। ছাঁচি পান বি. সুগন্ধ পানবিশেষ। ছাঁচি বেত বি. সরু বেতবিশেষ।