গোদোহিনী

গোদোহনী, গোদোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি।

গোধন

গোধন বি. গাভিরূপ সম্পদ।

গোধূলি

গোধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল।

গোধূলি লগ্ন

গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)।

গোপাট

গোপাট, গোবাট বি. গোগৃহ, গোয়াল।

গোবাট

গোপাট, গোবাট বি. গোগৃহ, গোয়াল।

গোবেড়েন

গোবেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার।