গোলা হাঁড়ি

গোলা হাঁড়ি যে হাঁড়িতে ঘর নিকাবার ও গোবরছড়া দেবার জন্য গোবর-গোলা রাখা হয়।

গোলাকার

গোলাকার, গোলাকৃতি [ gōlākāra, gōlākṛti ] বিণ. চক্রাকার, বর্তুলাকার, গোল আকারযুক্ত, round. [সং. গোল৩ + আকার, আকৃতি]।

গোলাকৃতি

গোলাকার, গোলাকৃতি [ gōlākāra, gōlākṛti ] বিণ. চক্রাকার, বর্তুলাকার, গোল আকারযুক্ত, round. [সং. গোল৩ + আকার, আকৃতি]।

গোলাপ

গোলাপ [ gōlāpa ] বি. ১. সুগন্ধ ফুলবিশেষ, গুলাব; ২. গোলাপের নির্যাস-মেশানো জল। [ফা. গুলাব (গুল + আব)]। গোলাপি বি. বিণ. গোলাপের বর্ণ বা বর্ণযুক্ত।

গোলাপি

গোলাপি বি. বিণ. গোলাপের বর্ণ বা বর্ণযুক্ত।

গোলাপজাম

গোলাপজাম [ gōlāpa-jāma ] বি. গোলাপের মতো সুগন্ধযুক্ত মিষ্টি স্বাদের ফলবিশেষ। [বাং. গোলাপ + জাম]।

গোলাপপাশ

গোলাপপাশ [ gōlāpa-pāśa ] বি. কার্বা, গোলাপজলের পাত্র। [বাং. গোলাপ + ফা. পাশ২]।

গোলাম

গোলাম [ gōlāma ] বি. ১. ভৃত্য, চাকর; ২. ক্রীতদাস; ৩. তাসের ফোঁটা বা রংবিশেষ। [আ. গুলাম]। গোলামখানা বি. ১. গোলামদের বাসস্হান ; ২. (আল.) গোলাম বা গোলামের মনোবৃত্তিসম্পন্ন লোক তৈরি করার কারখানা (এই গোলামখানা থেকে উদ্ধার পাওয়া কঠিন)। গোলামি বি. গোলামের বৃত্তি, দাসত্ব (বিদেশি সরকারের গোলামি আর করব না)।

গোলামখানা

গোলামখানা বি. ১. গোলামদের বাসস্হান ; ২. (আল.) গোলাম বা গোলামের মনোবৃত্তিসম্পন্ন লোক তৈরি করার কারখানা (এই গোলামখানা থেকে উদ্ধার পাওয়া কঠিন)।

গোলামি

গোলামি বি. গোলামের বৃত্তি, দাসত্ব (বিদেশি সরকারের গোলামি আর করব না)।