গোরক্ত

গোরক্ত বি. গরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু।

গোরস

গোরস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি।

গোশালা

গোশালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা।

গোস্তন

গোস্তন বি. ১. গোরুর স্তন; ২. চারটি ‘নর’ বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ।

গয়রহ

বগয়রহ, গয়রহ [ bagaẏaraha, gaẏaraha ] (আদালতি ভাষা) অব্য. ইত্যাদি, প্রভৃতি (‘আসামী ফরিয়াদী সাক্ষী সাবুদ গয়রহ’: সু.রা.)। ☐ বি. 1 অন্য সকল ব্যক্তি; 2 সমুদয়, আর সমস্ত। [ফা. বগয়রহ্-তু. আ. গায়রহ্]।