গোষ্ঠ

গোষ্ঠ [ gōṣṭha ] বি. ১. গবাদি পশুর থাকার জায়গা; ২. গোচারণভূমি; ৩. মিলনস্হল, সভা (গোষ্ঠাগার, গোষ্ঠাধ্যক্ষ)। [সং. গো + √স্হা + অ]। গোষ্ঠগৃহ বি. গোয়ালঘর, গোশালা। গোষ্ঠবিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। গোষ্ঠযাত্রা,  গোষ্ঠলীলা বি. বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোচারণ লীলা।

গোষ্ঠযাত্রা

গোষ্ঠযাত্রা,  গোষ্ঠলীলা বি. বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোচারণ লীলা।

গোষ্ঠী

গোষ্ঠী [ gōṣṭhī ] বি. ১. পরিবার; ২. জ্ঞাতি (জ্ঞাতিগোষ্ঠী); ৩. বংশ, কূল ; ৪. দল (শিষ্যগোষ্ঠী, গোষ্ঠীদ্বন্দ্ব); ৫. বৈঠক, সভা। [সং. গোষ্ঠ + ঈ]। গোষ্ঠীপতি বি. ১. বংশ পরিবার বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি ; ২. দলপতি; ৩. সভাপতি। গোষ্ঠীবদ্ধ বিণ. ১. গোষ্ঠীর মধ্যে আবদ্ধ; ২. গোষ্ঠীর নিয়মে চলে এমন (গোষ্ঠীবদ্ধ জীবন)। গোষ্ঠীবর্গ বি. পরিজন ও জ্ঞাতিগণ। গোষ্ঠীভুক্ত বিণ. গোষ্ঠীর অন্তর্গত।

গোষ্ঠলীলা

গোষ্ঠযাত্রা,  গোষ্ঠলীলা বি. বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গোচারণ লীলা।

গোষ্ঠীপতি

গোষ্ঠীপতি বি. ১. বংশ পরিবার বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি ; ২. দলপতি; ৩. সভাপতি।

গোষ্ঠীবদ্ধ

গোষ্ঠীবদ্ধ বিণ. ১. গোষ্ঠীর মধ্যে আবদ্ধ; ২. গোষ্ঠীর নিয়মে চলে এমন (গোষ্ঠীবদ্ধ জীবন)।

গোষ্পদ

গোষ্পদ [ gōṣpada ] বি. ১. গোরুর পায়ের দ্বারা চিহ্নিত ক্ষুদ্র স্হান; ২. (আল.) ওই ক্ষুদ্র স্হানে যতটুকু জল ধরে অর্থাত্ অতি ক্ষুদ্র জলাশয়। [সং. গো + পদ (নি.)]।