খচ

খচ, খচ্ [ khaca, khac ] অব্য. বি. ছুঁচলো বস্তু বিঁধে যাবার বা কাঁটা বেঁধার (কল্পিত) আওয়াজ (খচ করে ছুঁচটা আঙুলে ফুটে গেল)। খচখচ অব্য. ক্রমাগত কাটবার বা  বেঁধবার শব্দ। খচখচ করা ক্রি. বি. ক্রমাগত কর্কশ বা কষ্টকর স্পর্শের অনুভূতি হওয়া (এই  অস্বস্তিটা সর্বদা মনের মধ্যে খচখচ করছে; ভাতে কাঁকর খচখচ করছে)। খচখচানি বি.  ক্রমাগত বকুনি বা তিরস্কার, খিচখিচ করা, ক্যাটক্যাট করা। খচাখচ ক্রি. বিণ. খচখচ  শব্দে এবং অতি দ্রূত (ফুলগাছগুলো খচাখচ কেটে দিল; খচাখচ লিখে দিলাম)। খচখচে বিণ.  খচখচ করে এমন।

খগোলবিদ্যা

খগোলবিদ্যা বি. নভোবিজ্ঞান; জ্যোতির্বিজ্ঞান, astronomy.

খগোল

খগোল [ khagōla ] বি. ১. নভোমণ্ডল; ২. নভোমণ্ডলের প্রতিরূপক কৃত্রিম গোলক।  [সং. খ + গোল]। খগোলবিদ্যা বি. নভোবিজ্ঞান; জ্যোতির্বিজ্ঞান, astronomy.

খচখচানি

খচখচানি বি.  ক্রমাগত বকুনি বা তিরস্কার, খিচখিচ করা, ক্যাটক্যাট করা।

খচখচ

খচখচ অব্য. ক্রমাগত কাটবার বা  বেঁধবার শব্দ। খচখচ করা ক্রি. বি. ক্রমাগত কর্কশ বা কষ্টকর স্পর্শের অনুভূতি হওয়া (এই  অস্বস্তিটা সর্বদা মনের মধ্যে খচখচ করছে; ভাতে কাঁকর খচখচ করছে)।

খচাখচ

খচাখচ ক্রি. বিণ. খচখচ  শব্দে এবং অতি দ্রূত (ফুলগাছগুলো খচাখচ কেটে দিল; খচাখচ লিখে দিলাম)।

খচমচ

খচমচ, খচোমচো [ khaca-maca, khacō-macō ] অব্য. বি. ১.  করতাল খঞ্জনি ইত্যাদি বাজাবার কর্কশ শব্দ; ২. কাগজ ইত্যাদি নাড়াচাড়া করার বা দলা  পাকাবার শব্দ (প্যাকিং বাক্সের মধ্যে বিড়ালটা খচমচ করছে)। ☐ বি. গোলমেলে ব্যাপার;  গণ্ডগোল (‘রাজসেবা কত খচমচ’: ভা. চ.; সবসময় ওখানে খচমচ লেগেই আছে)। খচরামি [ khacarāmi ] বি. ১. খচ্চরের মতো ব্যবহার; ২. ইতরামি, বদমায়েশি।  [দেশি খচ্চর + বাং. আমি]।

খচোমচো

খচোমচো, খচমচ [ khaca-maca, khacō-macō ] অব্য. বি. ১.  করতাল খঞ্জনি ইত্যাদি বাজাবার কর্কশ শব্দ; ২. কাগজ ইত্যাদি নাড়াচাড়া করার বা দলা  পাকাবার শব্দ (প্যাকিং বাক্সের মধ্যে বিড়ালটা খচমচ করছে)। ☐ বি. গোলমেলে ব্যাপার;  গণ্ডগোল (‘রাজসেবা কত খচমচ’: ভা. চ.; সবসময় ওখানে খচমচ লেগেই আছে)।

খচরামি

খচরামি [ khacarāmi ] বি. ১. খচ্চরের মতো ব্যবহার; ২. ইতরামি, বদমায়েশি।  [দেশি খচ্চর + বাং. আমি]।