খওয়ানো

খওয়ানো ক্রি. ক্ষয় করে দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

খক

খক, খক্ [ khaka, khak ] অব্য. কাশির বা হাসির শব্দ (খক করে কেশে উঠল)। খকখক অব্য. ক্রমাগত কাশি বা হাসির শব্দ। খকখকানি বি. ক্রমাগত সশব্দে কাশি বা হাসি। খকখকে বিণ. খকখক আওয়াজযুক্ত।

খকখকানি

খকখকানি বি. ক্রমাগত সশব্দে কাশি বা হাসি।

খকখক

খকখক অব্য. ক্রমাগত কাশি বা হাসির শব্দ।

খকখকে

খকখকে বিণ. খকখক আওয়াজযুক্ত।

খগ

খগ [ khaga ] বি. (আকাশে বিচরণ করে বলে) পাখি। [সং. খ + √ গম্ + অ]। খগপতি, খগরাজ, খগেন্দ্র বি. পাখিদের রাজা, গরুড়।

খগপতি

খগপতি, খগরাজ, খগেন্দ্র বি. পাখিদের রাজা, গরুড়।

খগরাজ

খগরাজ, খগেন্দ্র, খগপতি বি. পাখিদের রাজা, গরুড়।

খগেন্দ্র

খগেন্দ্র, খগপতি, খগরাজ বি. পাখিদের রাজা, গরুড়।

খগম

খগম [ khagama ] বি.  ১. পাখি;  ২. জনৈক পৌরাণিক ঋষিপুত্র যিনি নিজের কৃতকর্মের ফলে সহস্রপাদ নামে এক ঋষিবন্ধুর শাপে ঢোঁড়া সাপে পরিণত হয়েছিলেন। ☐ বিণ. আকাশে বিচরণকারী। [সং. খ + √ গম্ + অ]।