খালি পেট

খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা। বিপ. ভরা পেট।

খাঞ্চোত

খাঞ্চোত, খাঞ্চোৎ — (বিশেষ্য) পাকিস্তানের পতাকা গালে বা হাতে নিয়ে স্টেডিয়ামে ফাল পাড়া বাংপাকি। উদাহরণ – ফতুল্লায় সেদিন শয়ে শয়ে খাঞ্চোত উপস্থিত ছিল।

খুঁচিয়ে ঘা করা

খুঁচিয়ে ঘা করা ক্রি. অকারণ খোঁচাখুঁচির ফলে সুস্হ স্হান ক্ষত করা; (আল.) অনাবশ্যক আলোচনার দ্বারা অপ্রিয় অবস্হার সৃষ্টি করা।

খোঁটানো

খোঁটানো [ khōn̐ṭānō ] খুঁটানো চলতি রূপ। দ্র খুঁটা।

খোঁটাখুঁটি

খোঁটাখুঁটি [ khōn̐ṭākhun̐ṭi ] খুঁটাখুঁটির চলতি রূপ। দ্র খুঁটা।

খেতী

খেতী – (অ.প্র) কৃষক, চাষী।

খেতমজুর

খেতিমজুর, খেতমজুর বি. যে ভূমিহীন কৃষক পরের খেতে খেটে খায়।

খেতিমজুর

খেতিমজুর, খেতমজুর বি. যে ভূমিহীন কৃষক পরের খেতে খেটে খায়।

খেতি

খেতি১ ক্ষতির কথ্যরূপ। খেতি২ [ khēti ] বি চাষ-আবাদ। [সং. ক্ষেত্র]। খেতিমজুর, খেতমজুর বি. যে ভূমিহীন কৃষক পরের খেতে খেটে খায়। খেতী – (অ.প্র) কৃষক, চাষী।