কাঁচা হাত

কাঁচা হাত ১ অপটু হাত; ২ দক্ষতার অভাব; ৩ অনভিজ্ঞতা।

কাঠগোঁয়ার

কাঠগোঁয়ার বিণ. ভালো-মন্দজ্ঞানহীন, রসকষহীন ও একগুঁয়ে।

কৃষ্ণের জীব

কৃষ্ণের জীব বি. অত্যন্ত নিরীহ জীব; যে জীব একান্ত কৃপাপাত্র।

কত ধানে কত চাল

কত ধানে কত চাল — প্রকৃত অবস্হা; কঠিন বাস্তব (ধনীর দুলাল তুমি, জানলে না কত ধানে কত চাল)।

কাঁচা পেট

কাঁচা পেট বি. গর্ভের প্রথম অবস্থা বা প্রসবের ঠিক পরের অবস্হা।