ঔষধীয়

ঔষধীয়–বিণ. ঔষধসম্বন্ধীয়।

ঔষধি

ঔষধি–বি. (বাং. প্রয়োগ) যেসব গাছগাছড়া থেকে ওষুধ প্রস্তুত হয়; ওষধি।

ঔষধালয়

ঔষধালয়–বি. ওষুধ যেখানে পাওয়া যায়; ওষুধের দোকান।

ঔষধ

ঔষধ [ auşadha ] বি. রোগের প্রতিকারক বা প্রতিষেধক দ্রব্য, ওষুধ। [সং. ঔষধি + অ]। ঔষধালয়–বি. ওষুধ যেখানে পাওয়া যায়; ওষুধের দোকান। ঔষধি–বি. (বাং. প্রয়োগ) যেসব গাছগাছড়া থেকে ওষুধ প্রস্তুত হয়; ওষধি। ঔষধীয়–বিণ. ঔষধসম্বন্ধীয়।

ঔর্বাগ্নি

ঔর্বাগ্নি [ aurbāgni ] বি. বাড়বাগ্নি, সামুদ্রিক অগ্নি। [সং. ঔর্ব + অগ্নি]।

ঔর্ব

ঔর্ব১ [ aurba ] বি. বাড়বাগ্নি, সামুদ্রিক বহ্নি। [সং. উর্ব + অ]। ঔর্ব২ [ aurba ] বিণ. পার্থিব, উর্বীসম্বন্ধীয়। [সং. উর্বী + অ]।

ঔর্ধ্বদেহিক

ঔর্ধ্বদেহিক, ঔর্ধ্বদৈহিক [ aurdhba-dēhika, aurdhba-daihika ] বিণ. অন্ত্যেষ্টিসম্বন্ধীয়। বি. মৃত্যুর পরে করণীয় অগ্নিসংস্কার শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি; অন্ত্যেষ্টি। [সং. ঊর্ধ্বদেহ + ইক]।

ঔরসে

ঔরসে (বাং.) বি. পিতৃত্বে, বীর্যে (বিশ্বামিত্রের ঔরসে শকুন্তলার জন্ম)।