ঐণিক

ঐণিক [ aiņika ] বিণ. ১. যে এণ অর্থাত্ হরিণ শিকার করে; ২. মৃগয়াকারী। [সং. এণ + ইক]।

ঐচ্ছিক

ঐচ্ছিক [ aicchika ] বিণ. ১. ইচ্ছানুযায়ী; ২. ইচ্ছাধীন (ঐচ্ছিক পাঠ্যবিষয়). optional (তু. বিপ আবশ্যিক) ৩. ইচ্ছাসম্পর্কিত। [সং. ইচ্ছা + ইক]।

ঐতরেয়

ঐতরেয় [ aitarēỷa ] বি. ১. ঋগ্বেদের ব্রাহ্মণ অংশবিশেষ, ঐতরেয় বা ইতর মুনির পুত্রের রচিত ঋগ্বেদের ব্রাহ্মণ অংশ; ২. ইতর মুনির পুত্র। [সং.ইতর + এয়]।

ঐন্দ্র

ঐন্দ্র [ aindra ] বিণ. ইন্দ্রসম্বন্ধীয়। বি. ইন্দ্রের পুত্র। [সং. ইন্দ্র + অ]। ঐন্দ্রঅস্ত্র–বি. বজ্রাস্ত্র; অগ্ন্যস্ত্র।

ঐতিহ্য

ঐতিহ্য [ aitihya ] বি. ১. পরম্পরায় চলে আসে এমন চিন্তা বিশ্রুতি বা বিশ্বাস (ভারতের প্রাচীন ঐতিহ্য অনুসারে মহাভারত রচিত হয়েছিল কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের দ্বারা); ২. পরম্পরাগত চিন্তা সংস্কার ভাবধারা অভ্যাস প্রভৃতি, tradition (ভারতের জাতীয় ঐতিহ্য, দেশের ঐতিহ্যের বিরোধী কাজ)। [সং. ইতিহ + য]।

ঐতিহাসিক

ঐতিহাসিক [ aiti-hāsika ] বিণ. ১. ইতিহাসজ্ঞ; ২. ইতিহাসসম্পর্কিত; ৩. ইতিহাসে স্হান লাভ করার যোগ্য (ঐতিহাসিক ঘটনা)। বি. ইতিহাস জানেন এমন ব্যক্তি; ইতিহাস রচনা করেন এমন ব্যক্তি (তিনি একজন বিখ্যাত ঐতিহাসিক)। [সং. ইতিহাস + ইক]।

ঐন্দ্রিয়ক

ঐন্দ্রিয়ক [ aindriỷaka ] বিণ. ইন্দ্রিয়সম্বন্ধীয়; ইন্দ্রিয়গ্রাহ্য; প্রত্যক্ষ। [সং. ইন্দ্রিয় + অক]।

ঐরাবত

ঐরাবত [ airābata ] বি. সমুদ্রমস্হনে উত্থিত এবং দেবরাজ ইন্দ্রের বাহন হাতি। [সং. ইরাবত্ (=সমুদ্র) + অ]।