ঐন্দ্রজালিক

ঐন্দ্রজালিক [ aindra-jālika ] বিণ. ১. ইন্দ্রজালবিদ্যায় বা ভোজবাজিতে বা ম্যাজিকে পারদর্শী; ২. ইন্দ্রজালসম্বন্ধীয়। বি. জাদুকর। [সং. ইন্দ্রজাল + ইক]।

ঐ১ [ ai ] বাংলা বর্ণমালার একাদশ স্বরবর্ণ, আধুনিকমতে নবম স্বরবর্ণ, দ্বিস্বরধ্বনি ওই এর লিখিত রূপ। ঐ২, ওই [ ai, ōi ] ওই, সেই, উল্লিখিত, সম্মুখস্হ (ঐ লোকটি ওই বিষয়)।  অব্য. ১. অদূরে, সেখানে, দূরে কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্যভাবে (‘সখী, ওই বুঝি বাঁশি বাজে’: রবীন্দ্র); ২. সম্বোধন স্মরণ খেদ ইত্যাদি সূচক ধ্বনি (ঐ দেখ, ভুলে গেছি; ঐ যা, বইটা আনিনি)। [সং. অদস্]। n. the ninth vowel of the Bengali alphabet.

ঐকতান

ঐকতান, (অশু.) ঐক্যতান [ aika-tāna, aikyatāna ] বি. বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য, কনসার্ট (concert); বিভিন্ন ও বিচিত্র সুরের মিলন। [সং. একতান + অ]।

ঐকপত্য

ঐকপত্য [ aika-patya ] বি. একাধিপত্য; পূর্ণ প্রাধান্য (বাংলা সাহিত্যের জগতে এখন রবীন্দ্রনাথের ঐকপত্য প্রতিষ্ঠিত)। [সং. একপতি + য]।

ঐকমত্য

ঐকমত্য [ aika-matya ] বি. মতের মিল বা অভিন্নতা, মতের ঐক্য (সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় সিদ্ধান্ত নেওয়া গেল না)। [সং. একমতি + য]।

ঐকবাক্য

ঐকবাক্য [ aika-bākya ] বি. ১. একবাক্যতা; বাক্য বা বক্তব্যের একতা; সমোক্তি; ২. একমত অবলম্বন। [সং. একবাক্য + অ]।

ঐক্যপদ্য

ঐক্যপদ্য [ aikya-padya ] বি. একপদতা; বহুপদের একার্থবোধকত্ব সম্পাদন, বহুপদকে একার্থবোধক পদে পরিণত করা। [সং. একপদ + য]।

ঐকল্য

ঐকল্য [ aikalya ] বি. একাকিত্ব, একাকিতা; একলা থাকা। [সং. একল + য]।

ঐকরাজ্য

ঐকরাজ্য [ aika-rājya ] বি. একাধিপত্য; সার্বভৌমত্ব। [সং. একরাজন্ + য]।