ঐকাগ্র্য

ঐকাগ্র্য [ aikāgrya ] বি. একাগ্রতা, এক বিষয়ে মনোযোগ বা আসক্তি। [সং. একাগ্র + য]।

ঐকান্তিক

ঐকান্তিক [ aikāntika ] বিণ. অত্যধিক, একান্ত (ঐকান্তিক আগ্রহ); প্রগাঢ়; একনিষ্ঠ (ঐকান্তিক চেষ্টা)। [সং. একান্ত + ইক]। বি. ঐকান্তিকতা।

ঐকাত্ম্য

ঐকাত্ম্য [ aikātmya ] বি. একাত্মতা, অভিন্নহৃদয়ের ভাব; এক প্রাণ। [সং. একাত্মন্ + য]।

ঐকার

ঐ-কার [ aikāra ] বি. (ব্যাক.) ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘ঐ’ অক্ষর বা ধ্বনির যোগ।

ঐকাহিক

ঐকাহিক [ aikāhika ] বিণ. ১. একদিন স্হায়ী বা একদিন ধরে হয় এমন; ২. একদিন অন্তর হয় এমন (ঐকাহিক জ্বর); ৩. ক্ষণস্হায়ী। [সং. একাহ + ইক]। তু. একাহিক।

ঐকিক

ঐকিক [ aikika ] বিণ. এক বিষয়ক, এক সংখ্যার বাচক। বি. গণিতের প্রণালীবিশেষ। [সং. এক + ইক]।

ঐক্ষব

ঐক্ষব [ aikşaba ] বিণ. ১. ইক্ষুজাত. এখো; ২. ইক্ষু বা আখসম্বন্ধীয়। [সং. ইক্ষু + অ]।

ঐক্য

ঐক্য [ aikya ] বি. একতা (জাতীয় ঐক্য, সাম্প্রদায়িক ঐক্য, ঐক্যের বন্ধন); মিল, একত্ব, অভিন্নতা (ভাবের ঐক্য)। [সং. এক + য]।

ঐণেয়

ঐণেয় [ aiņēỷa ] বি. হরিণের চামড়া। বিণ. হরিণসম্বন্ধীয়। [সং. এণ + এয়]।