উচিত কথা

উচিত কথা–বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)।

উহ্যমান

উহ্যমান [ uhya-māna ] বিণ. বয়ে নেওয়া হচ্ছে এমন; নীয়মান। [সং. √ বহ্ + মান (শানচ্)]।

উহু

উহু, উঃ [ uhu, uḥ ] অব্য. বেদনা যন্ত্রণা বা কাতরতাসূচক ধ্বনি।

উহ

উহ–উহা-র অপ্র. রূপ।

উহা

উহা, (অপ্র.) উহ [ uhā, (apra.) uha ] সর্ব. ওই বা সেই ব্যক্তি প্রাণী বস্তু বা বিষয়; তা। [সং. অদস্]।

উস্তমপুস্তম

উস্তমপুস্তম, উস্তমফুস্তম [ ustama-pustama, ustama-phustama ] বি. জ্বালাতন; বিরক্তি। [ফা. উস্তন্ খুস্তন্]।