ইস্তফা

ইস্তফা [ istaphā ] বি. ১. (চাকরি, কাজকর্ম ইত্যাদি) ত্যাগ বা ত্যাগপত্র; ২. শেষ; ৩. ক্ষান্তি, নিবৃত্তি। [আ. ইসত্ আফা]।

ইস্পাত

ইস্পাত [ ispāta ] বি. কারবন বা অঙ্গার দিয়ে কঠিন-করা লোহা, steel. [পো. espada]। ইস্পাতি–বিণ, ইস্পাতেতৈরি (‘ইস্পাতী রেলের’: অ. চ.)।

ইহজগত্

ইহজগত্, ইহলোক–বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)।

ইহ

ইহ [ iha ] ক্রি-বিণ. এই স্হানে বা সময়ে; এই জগতে। বিণ. এই, উপস্হিত (‘ছাড় ইহ বাত’: গো. দা)। [সং. ইদম্ + হ্]। ইহকাল–বি. জন্ম থেকে  মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল। ইহজগত্, ইহলোক–বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)। ইহজন্ম, ইহজীবন–বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম।

ইস্পাতি

ইস্পাতি–বিণ, ইস্পাতেতৈরি (‘ইস্পাতী রেলের’: অ. চ.)।

ইহজন্ম

ইহজন্ম, ইহজীবন–বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম।

ইহকাল

ইহকাল–বি. জন্ম থেকে  মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল।