ইহ

ইহ [ iha ] ক্রি-বিণ. এই স্হানে বা সময়ে; এই জগতে।

বিণ. এই, উপস্হিত (‘ছাড় ইহ বাত’: গো. দা)।

[সং. ইদম্ + হ্]।

ইহকাল–বি. জন্ম থেকে  মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল।

ইহজগত্, ইহলোক–বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)।

ইহজন্ম, ইহজীবন–বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম।

Previous Post

Next Post

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।