ইউনানী

ইউনানী–বিণ. গ্রীক, যাবনিক; হেকিমী (ইউনানী চিকিত্সা)। [আ. য়ুনানী]

ইউক্যালিপটাস

ইউক্যালিপটাস [ iu-kyālipa-ţāsa ] বি. দীর্ঘ বা ঋজু গাছবিশেষ যার পাতা থেকে নিষ্কাশিত তেল ওষুধে ও প্রসাধনে ব্যবহৃত হয় এবং যার কাঠ আসবাবপত্রে ব্যবহৃত হয়। [ইং. cucalyptus]।

ই [ i ] বাংলা ভাষার তৃতীয় স্বরবর্ণ এবং উর্ধ্ব সম্মুখ সংবৃত তালব্য ‘ই’ ধ্বনির দ্যোতক বর্ণ। n. the third vowel of the Bengali alphabet. -ই [ -i ] অব্য নির্দে. বক্তব্যে বা বক্তব্যের কোনো অংশে জোর দেবার জন্য নিশ্চয়াদি অর্থে শব্দান্তে ‘ই’ যুক্ত হয়। যথা নিশ্চয়ার্থে–আমি বলবই, বাড়িতেই থাকবে। অবিরাম অর্থে–বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। অধিক অর্থে–যতই বলো, কতই বা আর খাবে। অবজ্ঞার্থে বা বিদ্রূপার্থে–আহা, কী গানই গাইলে! পূরণবাচক বিশেষণে–সাতই চৈত্র। অনিশ্চয়ার্থে–দেখলই যদি, যদিই বা যায়। [তু. সং. ‘এব’]।

ইউনিয়ন

ইউনিয়ন [ iu-niỷana ] বি. ১. কর্মীদের সংঘ; ২. শ্রমিক সংঘ; ৩. প্রদেশ অঙ্গরাজ্য প্রভৃতির সংঘ। [ইং. union]।

ইউনিট

ইউনিট [ iuniţa ] বি. একক, ওজন উচ্চতা গভীরতা দূরত্ব প্রভৃতি পরিমাপের একক। [ইং. unit]।

ইউরেশিয়ান

ইউরেশিয়ান [ iurēśiỷāna ] বি. ইয়োরোপীয় ও এশীয়দের মিলনজাত ব্যক্তিবর্গ, যাদের মাতাপিতার মধ্যে একজন ইয়োরোপীয় ও অপরজন এশীয়। [ইং. Eurasian]।

ইউরোপীয়

ইউরোপীয়, ইয়োরোপীয় [ iurōpīỷa, iỷōrōpīỷa ] বিণ. ইয়োরোপের অধিবাসী সম্বন্ধীয়; ইয়োরোপে জাত (ইয়োরোপীয় সংস্কৃতি)।  বি. ইয়োরোপের অধিবাসী  (ইয়োরোপীয়দের ইতিহাস)। [ইং. European]।

ইউরেশীয়

ইউরেশীয়, ইউরেশীয়ান–বি. যার মাতা-পিতার একজন ইউরোপীয় ও অপরজন এশিয়ার অধিবাসী। [ইং. Eurasian]।